<p>প্রধান বিচারপতির বাস ভবনে হামলার ঘটনাকে বিচার বিভাগ, সংবিধানের ওপর আঘাত বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। তিনি বলেছেন, ‘প্রধান বিচারপতি একটি প্রতিষ্ঠান। তাই প্রধান বিচারপতির বাসভবনে হামলা মানে এ প্রতিষ্ঠানকে আঘাত করা। আর এ প্রতিষ্ঠানের ওপর আঘাত মানে বিচার বিভাগের ওপর আঘাত, সংবিধানের ওপর আঘাত।’</p> <p>আজ রবিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্রতিবাদ সভায় অংশ নিয়ে এ কথা বলেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা।</p> <p>গতকাল শনিবার (২৮ অক্টোবর) বিএনপির সমাবেশের আগে পুলিশের সঙ্গে সংঘাতে জড়ায় দলটির নেতাকর্মীরা। সংঘাতের এক পর্যায়ে রাজধানীর হেয়ার রোডে প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনা ঘটে। এর প্রতিবাদে রবিবার দুপুরে শহীদ শফিউর রহমান মিলণায়তনে প্রতিবাদ সভা করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। এ প্রতিবাদ সভায় অংশ নেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। সংঘাতে নিহত পুলিশ সদস্যের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘রাজারবাগ হাসপাতালে হামলা ফিলিস্তিনের গাজায় হাসপাতালে ইসরাইলি হামলার মতো মনে হয়েছে।’</p> <p>তিনি বলেন, ‘একজন নিরীহ পুলিশ সদস্যকে হত্যা করে তার মরদেহ আগুন পুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এটি ঘৃণ্য ও মানবতাবিরোধী অপরাধ। এই হামলাকারীদের আদিপুরুষ জিয়াউর রহমানের ক্ষমতাকে অবৈধ ঘোষণা করেছিল সুপ্রিম কোর্ট। সে জন্যই বিচার বিভাগের ওপর এ হামলা হয়েছে।’ ভিডিও ফুটেজ দেখে জড়িতদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবি জানান অ্যাটর্নি জেনারেল।</p> <p>অনুষ্ঠানে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মো. মোমতাজ উদ্দিন ফকির বলেন, ‘একাত্তরে মুক্তিযুদ্ধে প্রথমে রাজারবাগ পুলিশ লাইনসে হামলা হয়েছিল। সেই পরাজিত শক্তি আজ প্রধান বিচারপতির বাসভবন, রাজারবাগ পুলিশ হাসপাতাল ও সাংবাদিকদের ওপর হামলা করেছে। প্রধান বিচারপতি একটি প্রতিষ্ঠান। প্রধান বিচারপতির বাসভবনে হামলা মানে সমগ্র বিচার বিভাগের ওপর হামলা।’</p> <p>তিনি বলেন, ‘কোনো ষড়যন্ত্রই শেখ হাসিনার নেতৃত্বে দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে পারবে না। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শেখ হাসিনার অধীনে হবে। দেশি-বিদেশি কোনো ষড়যন্ত্রই নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না।’</p> <p>সমিতির সম্পাদক আবদুল নূর দুলাল বলেন, ‘প্রধান বিচারপতির বাসভবন ও হাসপাতালে হামলা নজিরবিহীন ঘটনা।’ তিনি বলেন, ‘এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি সর্বাত্মক পদক্ষেপ নেবে।’</p> <p>সমিতির সহসম্পাদক নূর-এ-আলম উজ্জ্বলের সঞ্চালনায় প্রতিবাদ সভায় আরো বক্তব্য দেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ, মেহেদী হাসান চৌধুরী, আইনজীবী সমিতির সমিতির সভাপতি মোমতাজ উদ্দিন ফকির, সহসভাপতি জেসমিন সুলতানা, সম্পাদক আবদুন নূর দুলালসহ আইনজীবী সমিতির সাবেক নেতারা। পরে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের ব্যানারে বিক্ষোভ মিছিল করের আওয়ামীপন্থী আইনজীবীরা।</p>