kalerkantho

শনিবার । ৫ আষাঢ় ১৪২৮। ১৯ জুন ২০২১। ৭ জিলকদ ১৪৪২

রাজধানীতে হঠাৎ বৃষ্টি

কালের কণ্ঠ অনলাইন   

৬ এপ্রিল, ২০১৯ ১০:২৯ | পড়া যাবে ১ মিনিটেরাজধানীতে হঠাৎ বৃষ্টি

ফাইল ফটো

রাজধানীতে আজ শনিবার সকালে হঠাৎ করেই মুষলধারে বৃষ্টি নামে। বৃষ্টিতে কয়েক মিনিটের মধ্যেই রাজধানীর বিভিন্ন সড়কে পানি জমে। এতে দৌড়াদৌড়ি পড়ে যায় রাস্তায় থাকা অফিসগামী যাত্রীদের। ভোগান্তিতে পড়েন কর্মস্থলমুখী মানুষ ও স্কুল কলেজের শিক্ষার্থীরা। অনেকেই বৃষ্টিতে কাকভেজা হয়ে অফিসে পৌঁছান।

বৃষ্টির সঙ্গে ছিলো বজ্রপাত। হঠাৎ এ বৃষ্টিতে যেন আচমকাই হোঁচট খায় রাজধানীবাসীর স্বাভাবিক জীবনযাত্রা। রাস্তায় পানি জমে যাওয়ায় বৃষ্টির সঙ্গে বাড়তি ভোগান্তি তৈরি করে জলাবদ্ধতা।

অফিস যাওয়ার পথে অনেকেই মাঝরাস্তায় বৃষ্টির তোপে পড়ে আশ্রয় নিতে হয় বিভিন্ন দোকানে, অফিস কিংবা আবাসিক বাড়ির বারান্দায়।

ঝড়ো বাতাসের সঙ্গে বৃষ্টির কারণে সকালে রাস্তায় যানবাহনের সংখ্যা কম দেখা যায়। এতে অফিসগামী মানুষকে ভোগান্তিতে পড়তে হয়। রাস্তার বিভিন্ন মোড়ে মোড়ে বাসের জন্য অপেক্ষা করতে হয় লোকজনকে।

কাজ থাকায় বৃষ্টি উপেক্ষা করেই সকালে বহু কর্মমুখী মানুষের দৌড়ঝাঁপ লক্ষ্য করা যায়। বৃষ্টিপাত বিভিন্ন স্থানে ১৫ মিনিট থেকে আধ ঘণ্টার মতো হয়। এরপর আবহাওয়া অনেকটা স্বাভাবিক হয়ে আসায় নগরবাসীর কিছুটা স্বস্তি মেলে।সাতদিনের সেরা