<p>সাধারণ মানুষের কথা শুনতে ও কার্যকর ব্যবস্থা নিতে ময়মনসিংহের নান্দাইলের একটি ইউনিয়নে সুধী সমাবেশে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। প্রথমবারের মতো ওই গণশুনানিতে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৯ নান্দাইল আসনের এমপি ও পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম।</p> <p>বৃহস্পতিবার (২৫ এপ্রিল) উপজেলার রাজগাতী ইউনিয়নের কালীগঞ্জ বাজারের একটি খোলা জায়গায় শামিয়ানা টানিয়ে বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই গণশুনানি অনুষ্ঠিত হয়।</p> <p>স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে মন্ত্রী উপজেলা প্রশাসন আয়োজিত গণশুনানিতে তিন ঘণ্টাব্যাপী সাধারণ মানুষের কথা শোনেন। ওই সময় প্যান্ডেলের ভেতরে উপস্থিত ২০ জন সাধারণ মানুষ তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরে। ওই সব প্রশ্নের সরাসরি সমাধান ছাড়াও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মন্ত্রীর একান্ত সচিব আব্দুল হামিদ মিয়া একেক করে সবার প্রশ্নের উত্তর দেওয়া ছাড়াও ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেন।</p> <p>গণশুনানি অনুষ্ঠানে সভাপত্বি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুণ কৃষ্ণ পাল। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের প্রধান, থানার ওসি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বারসহ অন্যরা।</p>