<p>নবম গ্রেডের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন স্থাপত্য অধিদপ্তরে সহকারী স্থপতি (নবম গ্রেড) পদে নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। </p> <p>বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন স্থাপত্য অধিদপ্তরের সহকারী স্থপতি (নবম গ্রেড) পদের প্রার্থীদের চার ঘণ্টাব্যাপী লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে গত ১৬ নভেম্বর ২০২৩। এ পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন ১৭৪ জন প্রার্থী।</p> <p>লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মূল আবেদনপত্র বিপিএসসি ফরম-৫এ (অ্যাপ্লিকেন্টস কপি) কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে প্রয়োজনীয় কাগজপত্রসহ ৮ থেকে ১৫ জানুয়ারি ২০২৪ তারিখের মধ্যে সরাসরি বা ডাকযোগে জমা দিতে হবে এই ঠিকানায়- পরিচালক, ইউনিট-০১, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭।</p> <p>লিখিত পরীক্ষার ফল পাওয়া যাবে পিএসসির ওয়েবসাইটে (<a href="https://bpsc.gov.bd" target="_blank">https://bpsc.gov.bd</a>)।</p>