<p>৭ ধরনের পদে ৪২ জন নিয়োগ দেবে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন স্থাপত্য অধিদপ্তর। রাজস্ব খাতে এসব জনবল নেওয়া হবে। প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে ১৩ নভেম্বর থেকে ৯ ডিসেম্বর ২০২৪ তারিখের মধ্যে। </p> <p><br /> <strong>পদের বিবরণ: </strong><br /> ১. পদের নাম: ড্রাফটসম্যান (নকশাকার গ্রেড-২)<br /> পদ সংখ্যা: ১টি<br /> যোগ্যতা: বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে স্থাপত্যে অন্যূন ডিপ্লোমাসহ কম্পিউটার এইডেড ড্রাফটিংয়ে কমপক্ষে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।<br /> বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা (গ্রেড-১২)</p> <p>২. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর<br /> পদ সংখ্যা: ৪টি<br /> যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।<br /> বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)</p> <p>৩. পদের নাম: ড্রাফটসম্যান (নকশাকার গ্রেড-৪)<br /> পদ সংখ্যা: ৮টি<br /> যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উত্তীর্ণসহ কোনো অনুমোদিত প্রতিষ্ঠান থেকে ২ (দুই) বছর মেয়াদি সিভিল/ আর্কিটেকচার/ বিল্ডিং ড্রাফটিং সার্টিফিকেটসহ কম্পিউটার এইডেড ড্রাফটিংয়ে ২ (দুই) বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অথবা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে আর্কিটেকচার বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে।<br /> বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)।</p> <p>৪. পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক<br /> পদ সংখ্যা: ১০টি<br /> যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে।<br /> বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।</p> <p>৫. পদের নাম: গাড়িচালক<br /> পদ সংখ্যা: ৩টি<br /> যোগ্যতা: জেএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি কর্তৃক ইস্যুকৃত বৈধ লাইসেন্সসহ (ভারী লাইসেন্স/ হালকা লাইসেন্স) ভারী/ হালকা যানবাহন চালনায় পারদর্শী হতে হবে।<br /> বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।</p> <p>৬. পদের নাম: সহকারী মডেল মেকার<br /> পদ সংখ্যা: ৩টি<br /> যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। দুই বছর মেয়াদি সিভিল/ আর্কিটেকচার/ বিল্ডিং ড্রাফটিং সার্টিফিকেটসহ কম্পিউটার এইডেড ড্রাফটিং এবং মডেল তৈরির কাজে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।<br /> বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮)।</p> <p>৭. পদের নাম: অফিস সহায়ক<br /> পদ সংখ্যা: ১৩টি<br /> যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।<br /> বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)।</p> <p><strong>আবেদন ফি: </strong>পদভেদে আবেদন ফি ১১২ থেকে ২২৩ টাকা (চার্জসহ)। <br /> <strong>আবেদনের লিংক:</strong> <a href="http://architecture.teletalk.com.bd" target="_blank">http://architecture.teletalk.com.bd</a></p>