<p>সহকারী পরিচালক (এক্স ক্যাডার-আইন) পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। সব মিলিয়ে ১২ জন নেওয়া হবে। চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্তরা জাতীয় স্কেল অনুযায়ী নবম গ্রেডে বেতন পাবেন। আগ্রহী প্রার্থীরা ফি ছাড়াই আবেদনের সুযোগ পাবেন। আবেদন করতে হবে অনলাইনে ৭ থেকে ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখের মধ্যে। </p> <p> </p> <p><strong>শিক্ষাগত যোগ্যতা : </strong><br /> ক. স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি। অথবা, আইন বিষয়ে স্নাতক অথবা স্বীকৃত বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ৩ বছর মেয়াদি স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি। <br /> খ. বাংলাদেশ বার কাউন্সিলের সনদপ্রাপ্ত হতে হবে।<br /> গ. এসএসসি এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষায় ন্যূনতম দুটিতে প্রথম বিভাগ/শ্রেণি বা সমমানের জিপিএ থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ/শ্রেণি বা সমমানের জিপিএ গ্রহণযোগ্য হবে না।</p> <p><strong>বয়সসীমা : </strong>৮ ডিসেম্বর ২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স হতে হবে ২১ থেকে ৩২ বছর।<br /> <strong>বেতন স্কেল: </strong>২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)<br /> <strong>আবেদনের লিংক ও নিয়োগ বিজ্ঞপ্তি:</strong> <a href="https://erecruitment.bb.org.bd" target="_blank">https://erecruitment.bb.org.bd</a></p>