<p>সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতাধীন ঢাকা বাস র‍্যাপিড ট্রানজিট কোম্পানি (বিআরটি) সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ২ ধরনের পদে চুক্তিভিত্তিক ২ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। প্রার্থীদের আবেদন (সিভি) পাঠাতে হবে ই-মেইলে। </p> <p> </p> <h3><strong>পদের তালিকা ও যোগ্যতা</strong></h3> <p><strong>১. ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম স্পেশালিস্ট</strong><br /> পদসংখ্যা: ১ (অস্থায়ী)<br /> যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিজিপিএ–৫–এর স্কেলে ৩.৫ বা ৪–এর স্কেলে ২.৫ বা সমমানের সিজিপিএ নিয়ে সিএসই/ইইই/আইটি/ইসিই অথবা ট্রান্সপোর্ট ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনে কোনো তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়। অন্যূন আট বছর সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ট্রান্সপোর্ট বিষয়ে অভিজ্ঞ প্রার্থী অগ্রগণ্য।<br /> বয়স: অনূর্ধ্ব ৫০ বছর<br /> চাকরির ধরন: প্রাথমিকভাবে এক বছরের চুক্তিভিত্তিক। চুক্তির মেয়াদ নবায়নযোগ্য।<br /> মাসিক বেতন:  ২,০০,০০০ টাকা (তবে যোগ্যতা অনুযায়ী কমবেশি হতে পারে)।</p> <p><strong>২. প্রকিউরমেন্ট স্পেশালিস্ট</strong><br /> পদসংখ্যা: ১ (অস্থায়ী)<br /> যোগ্যতা: ইঞ্জিনিয়ারিং/অর্থ/ব্যবসায় প্রশাসন/ব্যবস্থাপনা/অর্থনীতিতে ন্যূনতম স্নাতক ডিগ্রিসহ পাবলিক প্রকিউরমেন্টে স্নাতকোত্তর ডিগ্রি অথবা পাবলিক প্রকিউরমেন্ট–সংক্রান্ত প্রশিক্ষণ থাকতে হবে। অন্যূন আট বছর সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।<br /> চাকরির ধরন: প্রাথমিকভাবে এক বছরের চুক্তিভিত্তিক। চুক্তির মেয়াদ নবায়নযোগ্য।<br /> মাসিক বেতন:  ২,০০,০০০ টাকা (তবে যোগ্যতা অনুযায়ী কমবেশি হতে পারে)।</p> <ul> <li>আবেদনের শেষ সময়: ৩০ নভেম্বর ২০২৩।</li> <li>আবেদন (সিভি) পাঠাতে হবে এই ই-মেইলে: dbrtcl13@gmail.com</li> </ul> <p><strong>নিয়োগ বিজ্ঞপ্তি : </strong><a href="https://dhakabrt.gov.bd/sites/default/files/files/dhakabrt.portal.gov.bd/notices/7f22e783_5126_48fa_b781_233f93af4c72/2023-11-12-11-10-983596f6ad9802e9d744becf5fb3479b.pdf" target="_blank">https://dhakabrt.gov.bd</a></p>