<p>একের পর এক বিতর্কে কোনঠাসা মার্কিন সংগীত জগতের জনপ্রিয় র‌্যাপার কানিয়ে ওয়েষ্ট। এবার এক ভয়ঙ্কর অভিযোগ গায়কের বিরুদ্ধে। নিজের শাশুড়ির সঙ্গে যৌন সম্পর্ক করতে চেয়েছিলেন এই গায়ক! এমনটাই অভিযোগ তার স্ত্রীর।</p> <p>কানিয়ে ওয়েষ্টের স্ত্রী বিয়াঙ্কা সেন্সরি অভিযোগ করেন, শাশুড়ি আলেকজান্দ্রা সেন্সরির সঙ্গে নাকি শারীরিক সম্পর্কে জড়াতে চেয়েছিলেন কানিয়ে। বিষয়টি প্রকাশ্যে আনার পর থেকেই ব্যাপক আলোচনার জন্ম দেয়। অবশেষে নীরবতা ভেঙে বিষয়টি নিয়ে মুখ খুললেন গায়কের শাশুড়ি।</p> <p>গত ৮ অক্টোবর মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস কাউন্টি আদালতে দায়ের করা একটি নতুন মামলায় উল্লেখ করা হয়েছে, ২০২২ সালের ২৮ সেপ্টেম্বর কানিয়ে ও বিয়াঙ্কার মধ্যে টেক্সট মেসেজে কিছু কথোপকথন হয়। এতে র‍্যাপার তার স্ত্রীকে লিখেছিলেন, তোমার মা চলে যাওয়ার আগে আমি তার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে চাই।</p> <p>গত ১৪ অক্টোবর এ প্রসঙ্গে ডেইলি মেইল অস্ট্রেলিয়া কানিয়ের শাশুড়ি আলেকজান্দ্রা সেন্সরির সঙ্গে যোগাযোগ করলে গণমাধ্যমটিকে তিনি বলেন, ‘এই মামলার অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। এই সময়ে বিষয়টি নিয়ে গোপনীয়তার অনুরোধ করছি।’</p> <p>এদিকে তিনি ছাড়াও কানিয়ের বিরুদ্ধে মাদক সেবন ও যৌন নিপীড়নের অভিযোগে মামলা করেছেন তার সাবেক সহকারী লরেন পিসিওটাও। গায়কের সাবেক সহকারীর অভিযোগ, স্টুডিওতে কাজ করার সময় তার পানীয়র মধ্যে অজ্ঞাত মাদক মিশিয়ে তার ওপর যৌন নির্যাতন চালিয়েছেন কানিয়ে। পরবর্তীতে কোম্পানি থেকে বরখাস্ত করা হয় তাকে।</p>