<p>জুনের মাঝামাঝিতে এফডিসিতে একটি বিজ্ঞাপনচিত্রের শুটিং করেছিলেন বিদ্যা সিনহা মিম। এরপর বিভিন্ন প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হয়ে কিছু অনুষ্ঠানে হাজির হলেও শুটিং করা হয়নি। মা ছবি সাহার চিকিৎসা চলছিল মুম্বাইয়ে। সেখানেই যাওয়া-আসার মধ্যে ছিলেন।</p> <p>এখন মা সুস্থ, দেশেও ফিরেছেন। মিমও ফিরছেন শুটিংয়ে। ২ ও ৩ আগস্ট করবেন রিমার্কের একটি বিজ্ঞাপনচিত্র। ৫ ও ৬ আগস্ট করবেন বাটা ও লাক্সের বিজ্ঞাপনচিত্র।</p> <p>মিম বলেন, ‘আরো আগেই শুটিংয়ে ফেরার কথা ছিল। কিন্তু দেশের পরিস্থিতি অস্বাভাবিক হওয়ায় একটু সময় নিলাম।’</p>