<p style="margin-bottom:13px">নানা ধরনের চরিত্রে অভিনয় করেন অভিনেত্রী তানজিন তিশা। বিশেষ করে নারীকেন্দ্রিক গল্পে সব সময় আলাদা করে দেখা মেলে এই অভিনেত্রীর। এবারও তিনি অভিনয় করলেন নারীকেন্দ্রিক গল্পে। তাকে দেখা যাবে একজন ‘নরসুন্দর’ চরিত্রে। চরিত্রের সঙ্গে মিল রেখে নাটকটির নামকরণ হয়েছে ‘নর-সুন্দরী’ নামে। যাকে সহজ বাংলায় বলা যায় ‘নারী নাপিত’ চরিত্রে অভিনয় করলেন এই অভিনেত্রী।</p> <p>আহমেদ তাওকীরের গল্প ও চিত্রনাট্যে এটি নির্মাণ করছেন তরুণ জনপ্রিয় পরিচালক রাফাত মজুমদার রিংকু। এরই মধ্যে ঢাকার অদূরে কালীগঞ্জে হয়েছে দুই দিনের শুটিং। আরো দুই দিন শুটিং করতে হবে ঢাকায়।  পরিচালক বলেন, ‘আমরা খুব যত্ন নিয়ে কাজটা করছি। গল্প ও চরিত্র দুটোই বেশ আলাদা। এমন গল্প নিয়ে কাজ করা আনন্দের।’</p> <p>এদিকে গল্প প্রসঙ্গে নাট্যকার আহমেদ তাওকীর বলেন, ‘রাজনৈতিক গণ্ডগোলে এক নরসুন্দর মৃত্যুবরণ করে। বাবার পেশাকেই বেছে নেয় তার তরুণী মেয়ে। কিন্তু সে বেছে নিলেও গ্রামের মানুষ ভালো চোখে দেখে না। তাকে গ্রামছাড়া করা হয়। শহরে এসেও পড়ে নানা বিপত্তিতে। এসব নিয়েই আমাদের গল্প।’</p> <figure class="image"><img alt="1" height="600" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/05-11-2023/রিয়ু.jpg" width="1000" /> <figcaption>পরিচালক রাফাত মজুমদার রিংকু ও নাটক্যর আহমেদ তাওকীর</figcaption> </figure> <p>তানজিন তিশা ছাড়াও নাটকটিতে অভিনয় করেছেন শরীফ সিরাজ, মোমেনা চৌধুরী, নরেশ ভূইয়াসহ অনেকেই। পরিচালক জানান, বাংলাভিশনের জন্য নির্মিত হচ্ছে নাটকটি। আসছে ঈদে এটি প্রচারিত হবে।</p>