<p>জীবন মানেই মৃত্যুর পথে ধীরে ধীরে এগিয়ে চলা। মৃত্যু বরাবরই কষ্টদায়ক, অপ্রত্যাশিত। তবে জন্মালে মরতে হবেই, এটাই চিরন্তন সত্য। যদিও এই সত্য মেনে নিতে কষ্টই হয় সবার। তবু যেতে হয়। চলে যায় মানুষ। রেখে যায় তাঁর হাজারও স্মৃতি। </p> <p>প্রতি বছর বিনোদন অঙ্গনের অনেক প্রিয় মুখ না ফেরার দেশে পাড়ি জমান। কারো মৃত্যুতে বিষাদ নেমে আসে ভক্তদের মাঝে, কারো মৃত্যু মেনে নেওয়া কষ্টসাধ্য হয়ে পড়ে। এ বছরও বিশ্বজুড়ে অনেক গুনী তারকা জীবনের পাঠ চুকিয়ে পরপারে পাড়ি জমিয়েছেন। তবে নিজেদের কর্মের মধ্য দিয়ে তারা ভক্তদের হৃদয়ে বেঁচে থাকবেন অনন্তকাল। আজকের প্রতিবেদন দেশ বিদেশের এমন কিছু প্রয়াত তারকাকে নিয়ে, যারা কর্মগুণে রেখেছেন বিশালতার ছাপ। যাদের এ বছর হারিয়েছি আমরা।</p> <figure class="image"><img alt="1" height="281" src="https://www.dailyjanakantha.com/media/imgAll/2023January/faruk-02-2305150435.jpg" width="500" /> <figcaption><sub><em>চিত্রনায়ক ফারুক</em></sub></figcaption> </figure> <p><strong>ফারুক : </strong>এ বছর না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বাংলা চলচ্চিত্রের মিয়াভাই খ্যাত নায়ক, বীর মুক্তিযোদ্ধা ও ঢাকা ১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান (ফারুক)। প্রায় পাঁচ দশক ধরে বড় পর্দা মাতিয়েছেন ফারুক। বাংলা চলচ্চিত্রের অন্যতম প্রভাবশালী অভিনেতা ছিলেন তিনি।</p> <figure class="image"><img alt="1" height="300" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/Nifat/bcxdvvjdkzslv%20jlk;kopl.cvlkjoijhbc.jpg" width="500" /> <figcaption><sub><em>ম্যাথিউ পেরি </em></sub></figcaption> </figure> <p><strong>ম্যাথিউ পেরি :</strong> বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয় নব্বইয়ের দশকের ‘ফ্রেন্ডস’ সিরিজের অভিনেতা ম্যাথিউ পেরির মৃত্যু এ বছর বিশ্ব বিনোদন অঙ্গনের সবাইকে চমকে দিয়েছে।মাত্র ৫৪ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন এই অভিনেতা। জানা গেছে, কেটামিন নামক ড্রাগসের কারণেই মৃত্যু হয়েছে এই জনপ্রিয় অভিনেতার। </p> <figure class="image"><img alt="1" height="300" src="https://www.kalerkantho.com/_next/image?url=http%3A%2F%2Fcdn.kalerkantho.com%2Fpublic%2Fnews_images%2F2023%2F03%2F14%2F1678786995-8328196446d6de139bc3927e2d3fe315.jpg&w=1920&q=100" width="500" /> <figcaption><sub><em>সতীশ কৌশিক</em></sub></figcaption> </figure> <p><strong>সতীশ কৌশিক :</strong> ‘মিস্টার ইন্ডিয়া’ খ্যাত সতীশ কৌশিক বিগত কয়েক দশক ধরে আমাদের কখনো হাসিয়েছেন, কখনো কাঁদিয়েছেন সিনেমার পর্দায়। গত ৯ মার্চ ৬৬ বছর বয়সে হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। অভিনেতার এমন আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়ে গোটা বলিউড। অসংখ্য সিনেমায় অভিনয় করে দর্শকপ্রিয়তা অর্জন করেছেন সতীশ।</p> <figure class="image"><img alt="1" height="300" src="https://www.kalerkantho.com/_next/image?url=http%3A%2F%2Fcdn.kalerkantho.com%2Fpublic%2Fnews_images%2F2023%2F12%2F05%2F1701759772-57282704cd0d5e2cb345621ef8007c8b.jpg&w=1920&q=100" width="500" /> <figcaption><sub><em> দীনেশ ফাডনিস</em></sub></figcaption> </figure> <p><strong>দীনেশ ফাডনিস :</strong> সনি টিভির সিআইডি খ্যাত অভিনেতা দীনেশ ফাডনিসও এ বছর পরপারে পাড়ি জমিয়েছেন। শারীরিক অসুস্থতার কারণে বেশ কয়েকদিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। দীনেশের আকস্মিক মৃত্যুতে ভীষণভাবে শোকাহত হয়েছেন সবাই।</p> <figure class="image"><img alt="1" height="300" src="https://www.kalerkantho.com/_next/image?url=http%3A%2F%2Fcdn.kalerkantho.com%2Fpublic%2Fnews_images%2F2023%2F09%2F28%2F1695921903-18e2999891374a475d0687ca9f989d83.jpg&w=1920&q=100" width="500" /> <figcaption><sub><em>মাইকেল গ্যাম্বন</em></sub></figcaption> </figure> <p><strong>মাইকেল গ্যাম্বন :</strong> এ বছর না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ‘হ্যারি পটার’খ্যাত জনপ্রিয় অভিনেতা মাইকেল গ্যাম্বন। ‘ডাম্বলডোর’খ্যাত অভিনেতা মাইকেল গ্যাম্বনের মৃত্যুকালে বয়স হয়েছিল ৮২ বছর। তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন। </p> <figure class="image"><img alt="1" height="300" src="https://www.kalerkantho.com/_next/image?url=http%3A%2F%2Fcdn.kalerkantho.com%2Fpublic%2Fnews_images%2F2023%2F09%2F02%2F1693659922-db53067697791fd038d205b1de6be497.jpg&w=1920&q=100" width="500" /> <figcaption><sub><em>জিমি বাফেট</em></sub></figcaption> </figure> <p><strong>জিমি বাফেট : </strong>জনপ্রিয় মার্কিন গায়ক ও গীতিকার জিমি বাফেট এ বছর ২ সেপ্টেম্বর ৭৬ বছর বয়সে মারা যান। মূলত সমুদ্র ও দ্বীপের জীবন উদযাপন এবং শান্ত ধরনের মিউজিকের জন্য পরিচিত বিশ্বব্যাপী জনপ্রিয় ছিলেন বাফেট।</p> <figure class="image"><img alt="1" height="300" src="https://www.kalerkantho.com/_next/image?url=http%3A%2F%2Fcdn.kalerkantho.com%2Fpublic%2Fnews_images%2F2023%2F08%2F06%2F1691316744-a9bc555d170d949b553c2c835d1c47b7.jpg&w=1920&q=100" width="500" /> <figcaption><em><sub>শ্যারন ফারেল </sub></em></figcaption> </figure> <p><strong>শ্যারন ফারেল : </strong>জনপ্রিয় মার্কিন অভিনেত্রী শ্যারন ফারেলও ২০২৩ সালে মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। চলচ্চিত্র, টেলিভিশন ও ব্রডওয়েতে দীর্ঘ ক্যারিয়ার ছিল শ্যারনের। ‘দ্য স্টান্ট ম্যান’, ‘মারলো’, ‘দ্য রিভারস’, ‘ক্যান নট বাই মি লাভ’সহ অসংখ্যা চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। </p> <figure class="image"><img alt="1" height="375" src="https://www.masala.com/cloud/2023/05/24/Vaibhavi.jpg" width="500" /> <figcaption><sub><em>বৈভবী উপাধ্যায়া</em></sub></figcaption> </figure> <p><strong>বৈভবী উপাধ্যায়া : </strong>‘সারা ভাই ভার্সেস সারাভাই’খ্যাত অভিনেত্রী বৈভবীকে উপাধ্যায়া ২০২৩ সালের মে মাসে গাড়ি দুর্ঘটনায় মারা যান। টিভি নাটকে নিয়মিত দেখা যেত অভিনেত্রীকে। দর্শকদের মাঝেও বেশ জনপ্রিয় ছিলেন বৈভবী।</p> <figure class="image"><img alt="1" height="282" src="https://www.hindustantimes.com/ht-img/img/2023/12/16/1600x900/anup_ghoshal_1702700797451_1702700797628.jpg" width="500" /> <figcaption><sub><em>অনুপ ঘোষাল</em></sub></figcaption> </figure> <p><strong>অনুপ ঘোষাল : </strong>চলতি বছর প্রয়াত হয়েছেন কিংবদন্তি গায়ক অনুপ ঘোষাল। উপমহাদেশের বিশিষ্ট এই সংগীতশিল্পীর বার্ধক্যজনিত কারণেই মৃত্যু হয়েছে। মূলত নজরুলগীতি এবং শ্যামাসংগীতের জন্য সংগীতজগতে প্রশংসিত ছিলেন তিনি।</p> <figure class="image"><img alt="1" height="363" src="https://www.bollywoodhungama.com/wp-content/uploads/2023/05/Om-Shanti-Om-and-Anupamaa-actor-Nitesh-Pandey-dies-of-cardiac-arrest-at-51.jpg" width="500" /> <figcaption><em><sub>নীতিশ পান্ডে</sub></em></figcaption> </figure> <p><strong>নীতিশ পান্ডে : </strong>অনুপমা সিরিয়াল খ্যাত নীতিশ পান্ডেও এ বছর না ফেরার দেশে পাড়ি জমান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫১ বছর। মে মাসে প্রয়াত হন এই অভিনেতা। </p> <figure class="image"><img alt="1" height="333" src="https://th-i.thgim.com/public/news/national/yzfo2w/article67524162.ece/alternates/FREE_1200/image-23.jpeg" width="500" /> <figcaption><sub><em>চন্দ্রমোহন </em></sub></figcaption> </figure> <p><strong>চন্দ্রমোহন : </strong>দক্ষিণের জনপ্রিয় অভিনেতা চন্দ্রমোহন এ বছর পরপারে পাড়ি জমিয়েছেন। হায়দরাবাদ অ্যাপোলো হাসপাতালে মারা যান চন্দ্রমোহন। হার্ট অ্যাটাকেই মৃত্যু হয়েছে অভিনেতার। সুদীর্ঘ অভিনয় জীবনে তেলুগু ও তামিল ভাষায় ৯০০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি। </p> <figure class="image"><img alt="1" height="281" src="https://igimages.gumlet.io/tamil/home/manobala030523_3.jpg?w=700&dpr=1.4" width="500" /> <figcaption><em><sub>মনোবালা </sub></em></figcaption> </figure> <p><strong>মনোবালা :</strong> প্রবীন তামিল অভিনেতা এবং পরিচালক-প্রযোজক মনোবালা এ বছর মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। লিভারের সমস্যার কারণে মারা গেছেন এই বর্ষীয়ান অভিনেতা। ৩৫ বছরেরও বেশি সময়ব্যাপী তার কর্মজীবনে তিনি ৯০০ টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন মনোবালা। </p> <figure class="image"><img alt="1" height="281" src="https://www.hindustantimes.com/ht-img/img/2023/09/14/1600x900/Rio-Kapadia_1694688888816_1694688889100.jpg" width="500" /> <figcaption><sub><em>রিও </em></sub></figcaption> </figure> <p><strong>রিও : </strong>২০২৩ সালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন আরেক বলিউড অভিনেতা রিও কাপাডিয়া। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। ‘চাক দে ইন্ডিয়া’, ‘মার্দানি’ সহ একাধিক জনপ্রিয় হিন্দি সিনেমায় অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন রিও।</p> <figure class="image"><img alt="1" height="281" src="https://www.allkpop.com/upload/2023/09/content/172335/web_data/allkpop_1695008473_2016121301001375700087571.jpg" width="500" /> <figcaption><em><sub>নো ইয়ং কুক </sub></em></figcaption> </figure> <p><strong>নো ইয়ং কুক : </strong>কোরিয়ান জনপ্রিয় অভিনেতা নো ইয়ং কুক এ বছর পরাপারে পাড়ি জমান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। দক্ষিণ কোরিয়ার এই অভিনেতা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। জোসেনের টেজং, দ্য গ্রেট কিং সেজং, সুইট স্ট্রেঞ্জার এবং দ্য স্কারলেট লেটারসহ অনেক জনপ্রিয় টেলিভিশন সিরিজ এবং ব্রাভো মাই লাইফ, হেনেকুয়েনসহ একাধিক চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা লাভ করেছিলেন কুক।</p> <figure class="image"><img alt="2" height="333" src="https://static01.nyt.com/images/2023/10/15/multimedia/14Laurie-01-zhqt/14Laurie-01-zhqt-articleLarge.jpg?quality=75&auto=webp&disable=upscale" width="500" /> <figcaption><em><sub>পাইপার লরি </sub></em></figcaption> </figure> <p><strong>পাইপার লরি : </strong>তিন তিনবারের অস্কার-মনোনীত অভিনেত্রী পাইপার লরি ২০২৩ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। হলিউডের ‘দ্য হাস্টলার’ এবং ‘ক্যারি’খ্যাত অভিনেত্রী লস অ্যাঞ্জেলেসে নিজ বাড়িতে মারা যান।</p>