<p>মুক্তির অপেক্ষায় পভাসের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘সালার’। দীর্ঘ সময় ধরেই সিনেমাটির অপেক্ষায় ভক্তরা। অবশেষে ডিসেম্বরে মুক্তি পেতে যাচ্ছে ‘সালার : পার্ট ১’। শাহরুখ খানের ‘ডানকি’র সঙ্গেই মুক্তি পাবে সালার। তবে সিনেমাটির হাইপ এতো বেশি যে শাহরুখ খানের ডানকিকে বেগ পোহাতে হতে পারে বক্স অফিসে। সম্প্রতি সিনেমাটি সম্পর্কে কথা বলেছেন এর নির্মাতা প্রশান্ত নীল। ‘কেজিএফ’খ্যাত নির্মাতা প্রশান জানান, কেজিএফের আগেই তিনি সালারের গল্প লিখছিলেন। এটি অনেক দীর্ঘ গল্প।</p> <p>ভারতীয় বিনোদন মাধ্যম পিঙ্কভিলার সাথে কথোপকথনের সময় প্রশান্ত নীল নিশ্চিত করেছেন যে, তিনি কেজিএফ-এ কাজ শুরু করার অনেক আগে ‘সালার’ লিখেছিলেন।</p> <figure class="image"><img alt="1" height="961" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/saikot/dfrpjz0-302a327d-fa09-4a80-aa89-38d68361b2b0.jpg" width="600" /> <figcaption><sup><em>‘সালার : পার্ট ১’ </em></sup></figcaption> </figure> <p>প্রশান্ত জানিয়েছেন, তার আসন্ন চলচ্চিত্র ‘সালার : পার্ট ১’ এর পুরো গল্পটি এত দীর্ঘ যে এটি সম্পূর্ণভাবে বর্ণনা করতে দুটি চলচ্চিত্র লাগবে। সাক্ষাৎকারে পরিচালক জানিয়েছেন, কেজিএফ মূলত দুই অংশের সিনেমা ছিল না। তবে সালার অবশ্যই দুই অংশের। এটির গল্প অনেক বিস্তৃত।  এটি দুই পর্বে প্রায় ৬ ঘন্টার চলচ্চিত্র হিসেবে তৈরি করা যেতে পারে।</p> <p>প্রশান্ত বলেছেন, ‘সালারের কাছ থেকে কেজিএফের জগত  আশা করা উচিত নয়  দর্শকদের। সালারের নিজস্ব একটি জগত রয়েছে। এটির নিজস্ব আবেগ এবং চরিত্র রয়েছে। আমি আশা করি লোকেরা সালার দেখবে এর নিজস্ব গল্পের জন্য। আমরা প্রথম দৃশ্য থেকেই সালারের নিজস্ব টোন সেট করেছি।’</p> <p>প্রশান্ত নীল আরো জানান, সিনেমা যেহেতু ভারতের সবচেয়ে উপভোগযোগ্য গল্প বলার ফরম্যাট, তাই তিনি সালারের মাধ্যমে এটি অর্জন করতে চান।</p> <p>‘বাহুবলি’ তারকা প্রভাস এতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন। প্রভাস সম্পর্কে প্রশান্ত নীল বলেন, ‘প্রভাস স্যার পর্দায় যেমন সরল লুক দেখাতে পারেন, তেমনি একই সময়ে তিনি আগ্রাসনও দেখাতে পারেন। তার ব্যক্তিত্ব সালারের জন্য পুরোপুরি উপযুক্ত।’ </p> <p>‘সালার’-এ অভিনয় করেছেন প্রভাস ও শ্রুতি হাসান। এতে খল চরিত্রে অভিনয় করেছেন মালয়ালাম সুপারস্টার পৃথ্বীরাজ সুকুমারন। সিনেমাটি পরিচালনা করেছেন ‘কেজিএফ’ খ্যাত পরিচালক প্রশান্ত নীল। ২১ ডিসেম্বর বড়দিনের ছুটিতে বিশ্বব্যাপী মুক্তি পাবে সালার। </p> <p>সূত্র : পিঙ্কভিলা</p>