kalerkantho

বৃহস্পতিবার । ১৪ মাঘ ১৪২৭। ২৮ জানুয়ারি ২০২১। ১৪ জমাদিউস সানি ১৪৪২

যে কারণে কারাতে শিখছেন মেহজাবিন

অনলাইন ডেস্ক   

২৫ নভেম্বর, ২০২০ ১৫:১৭ | পড়া যাবে ১ মিনিটেযে কারণে কারাতে শিখছেন মেহজাবিন

এই সময়ে ছোট পর্দার জনপ্রিয় ও ব্যস্ততম অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। অভিনয়গুণে এগিয়ে নিচ্ছেন নিজেকে। সমান তালে নাটক ও টেলিছবিতে অভিনয় করছেন।

সম্প্রতি মেহজাবিনকে দেখা গেল গায়ে সাদা ড্রেস ও কোমরে হলুদ বেল্ট পরে ধানমণ্ডির এক মাঠে কুংফু কারাতে শিখতে। অভিনয়ের পাশাপাশি হুট করে মেহজাবিন কুংফু কারাতে শিখছেন কেন? ছবিটা দেখেই প্রশ্নটা জাগতে পারে ভক্তদের মনে।

খোঁজ নিয়ে জানা গেল, এটাও চরিত্রের প্রয়োজনেই। সম্প্রতি নতুন একটি নাটকের শুটিং করছেন মেহজাবিন। নাম ‘ভাইরাল গার্ল’। সেই নাটকেরই শুটিং হচ্ছিল ধানমণ্ডির ওই মাঠে। নাটকটি পরিচালনা করছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিক নাটকের নির্মাতা কাজল আরেফিন অমি। 

নাটক সম্পর্কে নির্মাতা অমি বললেন, ‘গল্পটি একটি ভাইরাল মেয়ের, যেখানে একটি মেয়ে খুবই স্বাধীনচেতা। কুংফু, বাস্কেটবল, জিম, কালচারাল ইভেন্ট- সব নিয়েই জীবন তার। বড় একটা চাকরিও করেন। এই মেয়েটিই বিশেষ এক ঘটনায় ভাইরাল হয়। এই ভাইরাল হয়ে পড়ার পরের ঘটনা নিয়েই নাটকের গল্প। 

মন্তব্যসাতদিনের সেরা