kalerkantho

রবিবার । ১৯ জানুয়ারি ২০২০। ৫ মাঘ ১৪২৬। ২২ জমাদিউল আউয়াল ১৪৪১     

পিকু ফিরিয়েছিলেন!

কালের কণ্ঠ অনলাইন   

২০ জুন, ২০১৯ ১০:৪২ | পড়া যাবে ২ মিনিটেপিকু ফিরিয়েছিলেন!

‘ভিকি ডোনার’ দিয়েই পরিচালক সুজিত সরকার রাতারাতি বলিউডে খ্যাতি পেয়েছিলেন। তখন তাঁর পরের ছবিতে অভিনয়ের জন্য মুখিয়ে ছিলেন অনেক বলিউড তারকাই। অথচ পরিণীতি চোপড়া কিনা সুজিতের ‘পিকু’ ফিরিয়ে দিয়েছিলেন! অল্প বাজেটে নির্মিত ছবিটি ব্লকবাস্টার হিট হয়, ব্যাপক প্রশংসা পায় সমালোচকদের। পরিণীতিকে না পাওয়ায় সেই চরিত্র করেন দীপিকা পাড়ুকোন। ২০১৫ সালে মুক্তি পাওয়া ছবিটির জন্য পরে ফিল্মফেয়ারে সেরা অভিনেত্রী হন দীপিকা। অথচ সুযোগ ছিল পরিণীতিরই। তাঁর ‘পিকু’ ফিরিয়ে দেওয়ার খবর চাউর হওয়ার পর থেকেই শুরু হয়েছে সমালোচনা। বিশেষ করে পরিণীতির ভক্তরা তাঁকে ধুয়ে দিচ্ছেন। ২০১১ সাল থেকে বলিউডে কাজ করলেও ছবি নির্বাচনে ভুলের কারণে তাঁর ক্যারিয়ার থমকে আছে—এমন অভিযোগও করেছেন কেউ কেউ। অব্যাহত সমালোচনার মুখে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন পরিণীতি। জানিয়েছেন মূলত সময়ের অভাবেই ‘পিকু’তে অভিনয় করতে পারেননি। ‘আমি ওই সময় অন্য একটি ছবির শুটিং করছিলাম। চাইলেই আরেকটি ছবি হাতে নিতে পারতাম না। তবে অবশ্যই এতে আমার ক্ষতি হয়েছে’, বলেন পরিণীতি। তবে এ ব্যাখ্যাও সন্তুষ্ট করতে পারেনি ভক্তদের। অনেকে বলছেন, অন্য ছবির চুক্তি বাতিল করে হলেও ‘পিকু’ করা উচিত ছিল তাঁর। যেমন ‘এবিসিডি’র সিক্যুয়াল থেকে সরে এসে ক্যাটরিনা কাইফ ‘ভারত’ করেন। তার ফলও পেয়েছেন তিনি।

মন্তব্যসাতদিনের সেরা