kalerkantho

রবিবার। ২৫ শ্রাবণ ১৪২৭। ৯ আগস্ট ২০২০ । ১৮ জিলহজ ১৪৪১

ভাঙ্গি সম্প্রদায়ের পাশে আয়ুষ্মান, শুরু করলেন প্রচারণা

কালের কণ্ঠ অনলাইন   

১৮ জুন, ২০১৯ ১৬:১১ | পড়া যাবে ২ মিনিটেভাঙ্গি সম্প্রদায়ের পাশে আয়ুষ্মান, শুরু করলেন প্রচারণা

'ভাঙ্গি' একটি দলিত সম্প্রদায়। অনেক ক্ষেত্রেই 'ভাঙ্গি' নামটি একটি গালি হিসেবে ব্যবহার করা হয়।  এই চর্চা বন্ধের দাবি জানিয়েছেন আয়ুষ্মান খুরানা। টুইটারে একটি নতুন ভিডিও পোস্ট করেছেন। এতে  তিনি একটি আবেদনে স্বাক্ষর করার অনুরোধ জানিয়েছেন ভক্তদের।

ভারতীয় এই অভিনেতার নতুন ছবি 'আর্টিকেল ১৫' মুক্তি পেতে চলেছে। ছবিতে এক পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন তিনি। টুইটারে পোস্ট করা ভিডিও-তেও তিনি ছবির চরিত্র হিসেবে ধরা দিলেন। ভিডিওটির শুরুতেই একটি শিশু পুলিশ কর্মকর্তাকে চা দিচ্ছে। চায়ের কাপে চুমুক দিয়েই কনস্টবেল বলেন 'কি ভাঙ্গি চা বানিয়েছিস রে!' 

এরপরই আয়ুষ্মান একটি সামাজিক বার্তা দেন। তিনি বলেন, দেশের প্রত্যেক নাগরিকের সমনাধিকার রয়েছে। দলিত সম্প্রদায়ের কোনো জাতিকে গালাগালির মাধ্যম বানানো উচিত নয়।' তিনি ক্যাপশনে লিখেছেন, 'ভুল তো যে কেউ করতে পারে, তবে সেই ভুলের তুলনা আমরা নীচু জাতির লোকের সঙ্গে কেন করব?এদের কী এই নজরে দেখা উচিত? এই ভাবনা আজই বদলান। পিটিশন স্বাক্ষর করুন।

আয়ুষ্মান চান, তাঁর এই উদ্যোগ সরকার পর্যন্ত  পৌঁছায় ও সরকার যেন উপযুক্ত ব্যবস্থা নেয়। 

সূত্র : ইটিভি ভারত 

মন্তব্যসাতদিনের সেরা