kalerkantho

সোমবার । ০৯ ডিসেম্বর ২০১৯। ২৪ অগ্রহায়ণ ১৪২৬। ১১ রবিউস সানি ১৪৪১     

বৈশাখের নতুন গান

কালের কণ্ঠ অনলাইন   

১৫ এপ্রিল, ২০১৯ ১০:৪৩ | পড়া যাবে ১ মিনিটেবৈশাখের নতুন গান

নতুন বছর মানেই হৈ-হুল্লোড় ,আড্ডা ,খাওয়া দাওয়া ও আনন্দে মেতে ওঠা। সেই আনন্দই দ্বিগুণ হয়ে যায় যখন সেই লিস্টে এসে পড়ে নতুন বাংলা গান। নতুন বছরে আপনাদের বৈশাখ কে মধুময় করতে এসেছে পশ্চিমবঙ্গের কণ্ঠশিল্পী এসডি অর্জুন শর্মার নতুন গান 'চলো বন্দী হয়ে থাকি।' আর গানটি মুক্তি পাচ্ছে বাংলাদেশ থেকে। 

এই গানে সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন অনিমেষ মণ্ডল। অর্জুন শর্মার সঙ্গে কথা বলে জানা যায় এই প্রজেক্টটি নিয়ে তিনি খুবই আশাবাদী।

এই গানে প্রধান মডেল হিসাবে দেখা যাবে কলকাতার 'পেইন্টিংস ইন দা ডার্ক' এর মতো ভিন্ন ধারার ছবির প্রধান চরিত্র রাশেদ রহমানকে। গানটি মুক্তি পাচ্ছে আজ সোমবার বৈশাখের দু-তারিখ বাংলাদেশের ইউটিউব চ্যানেল 'সিডি চয়েস মিউজিক' থেকে। 

দেখা যাক দুই বাংলার এই প্রয়াস দর্শকদের মন কতটা জয় করতে পারে।

মন্তব্যসাতদিনের সেরা