<p>মুন্সীগঞ্জের শ্রীনগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী ও হুমকিদাতাদের দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শ্রীনগর সরকারি কলেজ ও শ্রীনগর পাইলট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে শ্রীনগর পেসক্লাবের সামনে এসে অবস্থান নেন।</p> <p>এ সময় তারা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে যারা ছাত্র আন্দোলনের বিরোধিতা করে হামলা ও হুমকি প্রদান করেছে তাদের আইনের আওতায় এনে বিচারের দাবি করেন। পরে তারা নানা রকম স্লোগান দিতে দিতে শ্রীনগর থানার সামনে গিয়ে অবস্থান নেন।</p> <p>পরে শিক্ষার্থীরা গত ১৭ জুলাই ছনবাড়ী এলাকায় মারধরের ঘটনা উল্লেখ করে পাটাভোগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হামিদুল্লাহ খান মুনকে প্রধান অভিযুক্ত করে ১৭ জনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ করেন।</p> <p>শ্রীনগর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসিন মুন্সী লিখিত অভিযোগ পাওয়ার কথা জানিয়ে বলেন, তদন্ত করে দেখা হবে।</p>