<p style="text-align:justify">দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী কেডিএস গ্রুপ। নোয়াখালী, লক্ষ্মীপুর, সোনাগাজী, দাগনভূঞা, পরশুরাম এবং ফেনীতে বন্যার্তদের মাঝে ৩৭ হাজার প্যাকেট ত্রাণ বিতরণ করেছেন গ্রুপটি।</p> <p style="text-align:justify">শনিবার (৩১ আগস্ট) সকালে কেডিএস গ্রুপের পক্ষ থেকে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে ত্রাণ সামগ্রী বন্যাদুর্গত নোয়াখালী, এবং ফেনী এলাকার দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ সরবরাহ করা হয়। ত্রাণের মধ্যে ছিল- চাল, ডাল, চিড়া, মুড়ি, তেল, লবণ, আলু, পেঁয়াজ, মরিচ গুঁড়া মশলা, হলুদ গুঁড়া মশলা, খাবার পানি, দিয়াশলাই, ওরস্যালাইন, বিস্কিট ও পানি বিশুদ্ধিকরণ ট্যাবলেট।</p> <p style="text-align:justify">ত্রাণ বিতরণের সময় কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমানের পক্ষে উপস্থিত থেকে গ্রুপের ভাইস প্রেসিডেন্ট জসিম উদ্দিন চৌধুরী বলেন, দেশের প্রতিটি সংকটময় সময়ে কেডিএস গ্রুপ বরাবরের মতো এবারো বন্যার্তদের ত্রাণ ও সহায়তা প্রদানকারী বিভিন্ন স্বেচ্ছাসেবক সংস্থার সঙ্গে যুক্ত হয়ে একসঙ্গে কাজ করছে। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় সহায়তার জন্য কেডিএস গ্রুপ এগিয়ে এসেছে। বন্যাকবলিত এলাকায় জরুরি ত্রাণসহায়তা প্রদানের জন্য কেডিএস গ্রুপের সহযোগিতা আগামী দিনেও অব্যাহত থাকবে বলে জানান তিনি। </p> <p style="text-align:justify">এসময় উপস্থিত ছিলেন-ফেনী ক্যান্টনমেন্টের মেজর শাকিল, সার্জেন্ট আহসান, কেডিএস গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক কাউসার মুন্না, আরিফুল ইসলাম প্রমুখ।</p>