<p>সিরাজগঞ্জের রায়গঞ্জে চালককে হত্যা করে অটো ভ্যান ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। নিহত অটোচালক নিমগাছি বিলেরপাড় গ্রামের শফিকুল ইসলামের ছেলে কছিমুদ্দিন শেখ (৫০)। আজ মঙ্গলবার (২ জুলাই) সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।</p> <p>রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হারুনুর রশিদ জানান, গতকাল সোমবার আসর নামাজের পর নিহত কছিম উদ্দিন শেখ অটো ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর আর রাতে ফেরেননি। আজ মঙ্গলবার সকালে সোনাখারা ইউনিয়নের গোতিথা এলাকায় নিহতের মরদেহ দেখে স্থানীয়রা ৯৯৯ ফোন দেন। ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক রায়গঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং নিহতের মরদেহ উদ্ধার করে।</p> <p>এ ঘটনায় রায়গঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে এবং পুলিশ ঘটনায় জড়িতদের আটকে জোড় তৎপরতা শুরু করেছে। চালককে হত্যা করে অটো ভ্যান ছিনতাইয়ের ঘটনায় এলাকায় চরম আতঙ্ক দেখা দিয়েছে। </p>