<p style="text-align: justify;">ব্রিটিশ শাসনামলের কথা। কপোতাক্ষ নদের দুই পাড়ে ছিল সুউচ্চ চারটি বটগাছ। রাতে খেয়া পারাপার ও নৌকা চলাচলের জন্য ওই গাছগুলোতে উঠে আলো জ্বেলে সংকেত পাঠানো হতো। ওই সময় এই চারটি গাছকে কেন্দ্র করে কপোতাক্ষ নদের তীরবর্তী ওই এলাকার নামকরণ করা হয় চৌগাছা।</p> <p style="text-align: justify;">এই চারটি গাছের মধ্যে সর্বশেষ গাছটি ছিল চৌগাছা-যশোর সড়কের সন্নিকটে কড়ইতলা নামক স্থানে। গাছটির আনুমানিক বয়স সাড়ে তিনশত বছর। উচ্চতা প্রায় আড়াইশ ফিট।</p> <p style="text-align: justify;">রবিবার (২৬ মে) মধ্যরাতে  রিমালের তাণ্ডবে প্রাচীন বটগাছটি ভেঙে পড়ে পার্শ্ববর্তী ডিভাইন গার্মেন্টের উপর। এ সময় বিকট শব্দ হয়। আশেপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। সোমবার সকালে স্থানীয়রা বুঝতে পারে গাছটি পুরোপুরি ভেঙ্গে পড়েছে।</p> <p style="text-align: justify;">এ বিষয়ে চৌগাছা এলাকার এম মুজাহিদ আলী জানান,  ‘এই বটগাছ ইতিহাসের স্বাক্ষী। ব্রিটিশদের শাষণ, পতন দেখেছে। মহান মৃক্তিযুদ্ধও দেখেছে। ঝড়ে ভেঙে পড়ার খবরে মর্মাহত হয়েছি। কষ্টও পেয়েছি।’</p> <p style="text-align: justify;">যশোর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেওয়ান তৌহিদুর রহমান বলেন, ‘চৌগাছার নামকরণের ইতিহাসের সাথে বটগাছটি যুক্ত বলে জানি। গাছটির বয়স হবার কারণে ঝুঁকিপূর্ণ হওয়ায় দুই বছর আগে কেটে ফেলার সিদ্ধান্ত হয়। কিন্তু চৌগাছার নামকরণের ইতিহাসের সাথে যুক্ত থাকায় এলাকাবাসীর অনুরোধে সেই সিদ্ধান্ত থেকে আমরা সরে আসি।’</p>