<p>গাজীপুরের শ্রীপুরে সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করতে না দেওয়াসহ হাইওয়ে পুলিশের হয়রানির অভিযোগ জানিয়ে চালকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখে।</p> <p>রবিবার (২৬ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জৈনাবাজার এলাকায় সড়কে অটোরিকশা রেখে বিক্ষোভ করে কয়েকশ চালক। এতে মহাসড়কে সকল প্রকার যান চলাচল বন্ধ ছিল। ফলে ভোগান্তিতে পড়ে বিভিন্ন গন্তব্যের যাত্রীরা। খবর পেয়ে রাত প্রায় সাড়ে ৮টার দিকে পুলিশ ঘটনাস্থল পৌঁছে অটোরিকশাসহ চালকদের সরিয়ে দিলে ফের যান চলাচল স্বাভাবিক হয়।</p> <p>বিক্ষোভে অংশ নেওয়া অটোরিকশাচালক সাইফুল ইসলাম অভিযোগ করেন, সড়কে অটোরিকশা চলা নিষেধ। কিন্তু যেসব চালক প্রতিমাসে হাইওয়ে পুলিশকে টাকা দেয় তাদের কোনো সমস্যা নেই। যারা টাকা দেন না তারা অটোরিকশা নিয়ে সড়কে নামলেই পুলিশ আটক করেন। জব্দ করেন রিকশাও।</p> <p>অটোরিকশা চালক মোশারফ হোসেন জানান, তারা দীর্ঘদিন ধরে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন। কয়েক মাস ধরে হাইওয়ে পুলিশের ‘মাসিক ঘুষ নীতির’ কারণে তারা অতিষ্ঠ। গত কয়েকদিন ধরে পুলিশের এই হয়রানি আরো বেড়েছে। ফলে নিরুপায় হয়ে তারা মহাসড়কে অবস্থান নিয়েছেন।</p> <p>মাওনা হাইওয়ে থানার ওসি শেখ মাহবুব মোর্শেদ রাত সোয়া ১০টার দিকে কালের কণ্ঠকে বলেন, ‘সড়কে অটোরিকশা চলাচল করতে দেওয়ার দাবিতে চালকরা বিক্ষোভ করেছেন। খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছে চালকদের সরিয়ে দিলে ৪৫ মিনিট পর ফের যান চলাচল স্বাভাবিক হয়।’ তবে অটোরিকশা চালকদের কাছ থেকে মাসিক ঘুষ নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন তিনি।</p>