<p>গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ চলছে। উপজেলার ১৪৮টি ভোটকেন্দ্রের অধিকাংশ কেন্দ্রে ভোটারের উপস্থিতি খুব কম লক্ষ করা গেছে। এর মধ্যে একটি কেন্দ্রে দুই ঘণ্টায় মাত্র দুই শতাংশ ভোট পড়েছে।</p> <p>আজ মঙ্গলবার (২১ মে) উপজেলার সরেজমিন বিভিন্ন কেন্দ্র ঘুরে এই দৃশ্য দেখা যায়।</p> <p>সকাল ১১টা ২০ মিনিটে বলদীঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে গিয়ে দেখা যায়, সেখানে কোনো ভোটার নেই। সেখানকার প্রিজাইডিং অফিসার সাখাওয়াত হোসেন কালের কণ্ঠকে বলেন, ২৬৫৩ ভোটের মধ্যে সকাল ১০টা পর্যন্ত ৫৫টি ভোট পড়েছে। তার মানে দুই শতাংশ ভোট কাস্ট হয়েছে।</p> <p>সাড়ে ১০টায় হয়দেবপুর দরগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে গিয়ে দেখা যায়, কিছু নারী ভোটার লাইনে দাঁড়িয়ে থাকলেও পুরুষ ভোটারের কোনো লাইন নেই। প্রিজাইডিং অফিসার মোফাজ্জল হোসেন কালের কণ্ঠকে বলেন, ১৬৩৪ ভোটের মধ্যে দুই ঘণ্টায় ১২১ ভোট পড়েছে।</p> <p>এদিকে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে ঘোড়া প্রতীকের এক সমর্থককে তিন দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সকাল ১০টায় উপজেলার গোসিংগা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে ঘোড়া মার্কার সমর্থক কামাল হাসান নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল্লাহ আল নোমান এ তথ্য জানান।</p> <p>অপরদিকে শ্রীপুরে ৫৭ নম্বর কর্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রথম এক ঘণ্টায় কোনো নারী ভোটার আসেনি। প্রিজাইডিং অফিসার রাজেন্দ্র চন্দ্র বর্মন বলেন, এই কেন্দ্রে পুরুষ ভোটার ১৯০৭ জন এবং নারী ভোটার ১৮২৬ জন। এক ঘণ্টা হয়ে গেলেও কোনো নারী ভোটার আসেননি। তবে পুরুষ ভোটার ২০ জন এসেছেন। </p> <p>শ্রীপুরে গোসিংগা উচ্চ বিদ্যালয়ের প্রিজাডিং অফিসার মোজাম্মেল হক জানান, ভোটার একেবারে কম। ৩৩৬৫ ভোটের মধ্যে প্রথম ৪৫ মিনিট পর্যন্ত ভোট পড়েছে ৮টি।</p> <p>পটকা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে গিয়ে কথা হয় ভোটার তাইজ উদ্দিনের সঙ্গে। তিনি বলেন, এখন ভোট দেব না। পরিস্থিতি বুঝে ভোট দেব। ভোট দিতে ভয় লাগে। আগের দিন নাই।</p> <p>শ্রীপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল্লাহ আল নোমান জানান, শ্রীপুর উপজেলায় মোট ভোটারের সংখ্যা তিন লাখ ৯৬ হাজার ৮৯৬ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা এক লাখ ৯৭ হাজার ৭১৬ জন এবং নারী ভোটারের সংখ্যা এক লাখ ৯৯ হাজার ১৭৪ জন। তাদের মধ্যে হিজড়া ভোটার রয়েছে ছয়জন। নির্বাচনে মোট ভোটকেন্দ্র ১৪৮টি। ভোটকক্ষ রয়েছে ৯৮৪টি। তিনজন চেয়ারম্যান পদপ্রার্থী ছাড়াও পুরুষ ভাইস চেয়ারম্যান ৯ জন। মহিলা ভাইস চেয়ারম্যান ৭ জন।</p>