<p>দিনাজপুরের পার্বতীপুরে গলায় ওড়না পেঁচিয়ে সুবর্ণা বেগম (১৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। বুধবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌর শহরের নূরনগর এলাকায় এ ঘটনা ঘটে।</p> <p>জানা গেছে, দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর প্রায় দুই বছর আগে নূরনগর এলাকার মতিয়ার রহমানের ছেলে রবিউল ইসলামের সঙ্গে একই এলাকার শফিকুল ইসলামের মেয়ে সুবর্ণা বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই সুবর্ণা স্বামীর বাড়িতে বসবাস করে আসছিল। তবে বিভিন্ন বিষয়ে স্বামী ও শ্বশুর পরিবারের সঙ্গে কলহ লেগেই থাকত সুবর্ণার। পরবর্তীতে তা থানা পর্যন্ত গড়ায়। </p> <p>সুবর্ণা ৪০ দিন আগে একটি কন্যা সন্তান জন্ম দিলেও জন্মের পর ওই শিশুর মৃত্যু হয়। আজ রাতে বাড়িতে কেউ না থাকায় নিজ ঘরের বাঁশের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। শ্বশুরবাড়ির লোকজন বাড়িতে এসে নিজ ঘরে ঝুলে থাকতে দেখে। পরে পার্বতীপুর রেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।</p> <p>পার্বতীপুর রেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাকিউল আজম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ময়না তদন্তের জন্য লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পার্বতীপুর রেল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।</p>