<p>বান্দরবানের রুমায় অস্ত্রধারীদের হাতে একজন ইউপি চেয়ারম্যান অপহরণের ঘটনার পর আজ বুধবার থেকে মোটরসাইকেলে কেওক্রাডং ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে রুমা উপজেলা প্রশাসন।</p> <p>আজ বুধবার অনুষ্ঠিত উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।</p> <p>সভায় জানানো হয়, বগালেক-কেওক্রাডং সড়কটিতে বর্তমানে নির্মাণ কাজ চলছে। তাই অতি খাড়া ও অতি ঢালু অংশগুলো ঝুঁকিপূর্ণ হয়ে আছে। এ ছাড়া দুর্গম এই সড়কের আশপাশে অস্ত্রধারী সন্ত্রাসীদের বিচরণ লক্ষ্য করা যাচ্ছে। এসব কারণে এই সড়কে আপাতত মোটরসাইকেলে ভ্রমণ বন্ধ রাখার জন্য প্রস্তাব ওঠে।<br />  <br /> রুমা উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহবুবুল হক জানান, পরিস্থিতির উন্নতি হলে এই সড়কে পুনরায় মোটরসাইকেল চলাচলের অনুমতি দেওয়া হবে।</p> <p>সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, দেশের বিভিন্ন এলাকা থেকে যেসব পর্যটক মোটরসাইকেল নিয়ে কেওক্রাডং যাওয়ার জন্য এসেছিল। প্রশাসনের জিম্মায় মোটরসাইকেল রেখে পর্যটকদের গাড়িতে করে সেখানে যেতে দেওয়া হয়েছে।</p> <p>গত রবিবার (১৪ জানুয়ারি) কেওক্রাডং থেকে ফেরার পথে অস্ত্রধারীদের হাতে অপহৃত হন পাইন্দু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উহ্লামং মারমা (৫০)। অপহরণের কয়েক ঘণ্টা পর তাকে মুক্তি দেওয়া হলেও এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নতুন করে উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে।</p>