<p>আগামী দিনে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ ধরে রাখা সরকারের একটা চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এবং ঢাকা-৩ থেকে নির্বাচিত আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য নসরুল হামিদ বিপু।</p> <p>আজ সোমবার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের দোলেশ্বর এলাকায় নিজ বাসভবনে নির্বাচন পরবর্তী মতবিনিময়সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।</p> <p>নসরুল হামিদ বিপু বলেন, ‘ভোলার গ্যাস ইতিমধ্যেই সিলিন্ডারের মাধ্যমে সরবরাহ করা হচ্ছে। ২০২৬-২৭ সালের মধ্যেই গ্যাসের ক্ষেত্রে অভূতপূর্ব একটা পরিবর্তন হবে।’</p> <p>তিনি আরো বলেন, ‘নৌকার প্রার্থী হিসেবে এটি আমার পঞ্চমতম নির্বাচন। আমার প্রতি আস্থাশীল হয়ে মাননীয় প্রধানমন্ত্রী নৌকা প্রতীক আমাকে দিয়েছেন। আমার কেরানীগঞ্জবাসী আমাকে ও নৌকাকে ভালোবেসে ভোট প্রদান করেছে। কেরানীগঞ্জবাসীর আস্থা রয়েছে আওয়ামী লীগের প্রতি।’</p> <p>আমাদের কার্যক্রমে কেরানীগঞ্জে আইন- শৃঙ্খলা, শিক্ষা ব্যবস্থা অভূতপূর্ব উন্নতি হয়েছে জানিয়ে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বলেন, ‘তারই প্রতিফলন হয়েছে গতকালকে ভোটের মাধ্যমে। এই ভোটের মাধ্যমে কেরানীগঞ্জবাসী বিএনপি জোটের সন্ত্রাসী কার্যকলাপকে প্রত্যাখ্যান করেছে। তারা ভোট বর্জনকেও প্রত্যাখ্যান করেছে। সকল সাংবাদিক ভাইয়েরা এই এলাকার প্রত্যেকটি কেন্দ্রে গিয়ে ঘুরে ফিরে দেখেছেন। বিপুল উৎসাহর মধ্যে দিয়ে শান্তি-শৃঙ্খলার মধ্য ভোট উৎসব হয়েছে।’</p> <p>তিনি বলেন, ‘আমি কেরানীগঞ্জের উন্নয়নের সাথে ছিলাম, কেরানীগঞ্জের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক উন্নয়ন করেছি, সামাজিক ব্যবস্থায়ও যে পরিবর্তন করেছি সেটাকে আমরা ধরে রাখব।’</p> <p>এ সময় তিনি বিপুল ভোটে পুনরায় তাকে সংসদ সদস্য নির্বাচিত করায় কেরানীগঞ্জবাসীর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। এরপর কেরানীগঞ্জ প্রেস ক্লাবের সদস্যরা নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।</p>