<p>পঞ্চমবারের মতো জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হলেন চারবারের সংসদ সদস্য মেজর অব রফিকুল ইসলাম বীর-উত্তম। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আজ রবিবার পাওয়া প্রাপ্ত ফলাফলে বিষয়টি জানা গেছে।</p> <p>চাঁদপুর-৫ নির্বাচনী আসনটি হাজীগঞ্জ শাহরাস্তি নিয়ে গঠিত। আজ রবিবার অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উক্ত নির্বাচনী আসনে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হয় চারবারের সংসদ সদস্য নৌকা প্রতীকের প্রার্থী মেজর অব রফিকুল ইসলাম বীর-উত্তম এমপি ও হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী গাজী মাঈনুদ্দিনের সাথে।</p> <p>নৌকা প্রতীকে মেজর অব রফিকুল ইসলাম বীর-উত্তম পেয়েছেন ৮৩ হাজার ২২৭ ভোট। তাঁর নিকটতম স্বতন্ত্র প্রার্থী গাজী মাঈদুদ্দিন ঈগল প্রতীকে পেয়েছেন ৩৮ হাজার ৬৩৬ ভোট। মোট ভোটের ব্যবধান ৪৪ হাজার ৫৯১। ২২ হাজার ৫৩৫ ভোট পেয়ে ট্রাক প্রতীকে তৃতীয় স্থানে রয়েছেন অপর স্বতন্ত্র প্রার্থী সফিউল আলম ফিরোজ। উক্ত নির্বাচনী আসনে মোট ভোটারের সংখ্যা চার লাখ ৮৫ হাজার ৫৬১ জন। সংগৃহীত ভোটের সংখ্যা এক লাখ ৫৬ হাজার ৪৯১। এর মধ্যে এক লাখ ৫২ হাজার ৬১৫টি বৈধ ভোট সংগৃহীত হয়েছে। </p> <p>হাজীগঞ্জ-শাহরাস্তি সহকারী রিটার্নিং কর্মকর্তাগণ সূত্রে জানা যায়, হাজীগঞ্জ মোট ভোটকেন্দ্র ৮৮টি আর শাহরাস্তিতে কেন্দ্র রয়েছে ৬৫টি। মোট কেন্দ্র রয়েছে ১৫৩টি। নৌকা প্রতীকে মেজর অব রফিকুল ইসলাম বীর-উত্তম হাজীগঞ্জে পেয়েছেন ৩৭ হাজার ২৮৭ ভোট আর শাহরাস্তিতে পেয়েছেন ৪৫ হাজার ৯৪০। ঈগল প্রতীকে গাজী মাইনুদ্দিন হাজীগঞ্জে পেয়েছেন ৩৬ হাজার ৩১৮, শাহরাস্তিতে পেয়েছেন দুই হাজার ৩১৮ ভোট।</p>