<p style="text-align:justify">ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত কোটা আন্দোলনে নিহত শিক্ষার্থীদের গায়েবানা জানাজা কর্মসূচিতে পুলিশের বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ সময় পুলিশ আন্দোলকারী শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড এবং টিয়ারশেল নিক্ষেপ করে। এতে বিশ্ববিদ্যালয়ের টিএসসি, রাজু ভাস্কর্য, লাইব্রেরিসহ বিভিন্ন এলাকা অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। কয়েকজন শিক্ষার্থী এ সময় অসুস্থ হয়ে পড়েছেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। বুধবার (১৭ জুলাই) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। </p> <p style="text-align:justify">প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর এলাকায় দুপুর থেকেই অবস্থান করছিলেন আন্দোলনকারীরা। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী গতকাল নিহতদের গায়েবি জানাজার জন্য বিকেল ৪টায় রাজু ভাস্কর্য এলাকায় যাত্রা শুরু করেন তারা। এ সময় পুলিশের বাধার সম্মুখীন হন।</p> <p style="text-align:justify">এ সময় পুলিশের সঙ্গে তাদের ধাক্কাধাক্কি হয়। পরে পুলিশের বাধা অতিক্রম রাজু ভাস্কর্যে আসতে গেলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ করে।</p> <p style="text-align:justify">এদিকে সোয়া ৫টার দিকে পুলিশ হলপাড়া এলাকায় এসে শিক্ষার্থীদের ওপর ফের সাউন্ড গ্রেনেন্ড ও টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করেছে বলে জানা গেছে। এ সময় শিক্ষার্থীদের দল বেঁধে হল ত্যাগ করতে দেখা যায়৷ তাদের মধ্যে অনেকেই আতঙ্কগ্রস্ত ছিলেন।</p>