<p style="text-align:justify">বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ জ্বালাও-পোড়াও, ধ্বংস ও সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছেন জার্মান আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতারা। জার্মানির রাজধানী বার্লিনে বাংলাদেশ দূতাবাসের সামনে সোমবার (২৯ জুলাই) বিকেলে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।</p> <p style="text-align:justify">সমাবেশে কোটা সংস্কারে ছাত্রদের আন্দোলনকে ঢাল করে জামায়াত-বিএনপির দেশব্যাপী অগ্নিসংযোগ, হত্যা, দেশের সম্পদ ধ্বংসের ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানান তারা। জার্মানির বিভিন্ন শহর থেকে বিপুলসংখ্যক প্রবাসী বাঙালি এই সমাবেশে অংশ নেন ।</p> <p style="text-align:justify">সমাবেশের শুরুতে কোটা আন্দোলনে নিহত শিক্ষার্থী, পুলিশ, সাংবাদিক এবং সাধারণ মানুষ যারা মারা গেছে; তাদের সবার আত্মার শান্তি কামনা ও শোক প্রকাশ করে এক মিনিট নীরবতা পালন করা হয়।</p> <p style="text-align:justify">সমাবেশে জার্মান আওয়ামী লীগের সভাপতি মিজানুর হক খান বলেন, শিক্ষার্থীদের কাছ থেকে স্বাধীনতাবিরোধী জামায়াত-শিবির এই আন্দোলন ছিনতাই করেছে। এটা কোনো আন্দোলন নয়, রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ। সরকারি স্থাপনায় আক্রমণ ও জ্বালিয়ে দেওয়া হয়েছে।</p> <p style="text-align:justify">সাধারণ সম্পাদক মোবারক আলী ভূঁইয়া বলেন, সরকারি স্থাপনা এবং উন্নয়নের স্মারক অবকাঠামোগুলোতে আগুন দেওয়া হয়েছে। এসব ঘটনার পেছনে শিক্ষার্থীরা ছিল না। সন্ত্রাসী ভাড়া করে দেশে একটি অরাজক পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে।</p> <p style="text-align:justify">এ সময় নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের সপক্ষের সব শক্তি ঐক্যবদ্ধভাবে প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে রক্ষায় এসব সন্ত্রাসী ও হত্যাকারীদের রুখে দাঁড়াতে দৃঢ় প্রতিজ্ঞা করেন।</p> <p style="text-align:justify">সমাবেশ শেষে অগ্নিসংযোগ, হত্যা, দেশের সম্পদ নষ্টকারীদের শাস্তির দাবিতে মহামান্য রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেওয়া হয়।</p>