<p>আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-২ (রাজৈর-মাদারীপুর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন কেনার ঘোষণা দিয়েছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। সোমবার (২০ নভেম্বর) বেলা ১১টায় দলীয় ফরম সংগ্রহ করবেন বলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে জানিয়েছেন তিনি।</p> <p>আজ শনিবার এ বিষয়ে তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি দীর্ঘ পোস্ট দেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী হিসেবে সকলের দোয়া, ভালোবাসা ও সমর্থন চেয়েছেন গোলাম রাব্বানী।</p> <p>ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘মাদারীপুর বলতে প্রায় সবাই সদর, শিবচর আর কালকিনি উপজেলাকে চেনেন। কিন্তু ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত প্রায় ২৩০ বর্গকিলোমিটার আয়তনের চতুর্থ উপজেলা, রাজৈরকে চেনেন না বললেই চলে। এই কম চেনা-জানার কারণ হচ্ছে, স্বাধীনতা-পরবর্তী সুদীর্ঘকাল রাজৈরকে ধারণ করবে এমন নিজস্ব কোনো জনপ্রতিনিধি পায়নি। ফলে রাজৈর শিক্ষা, অবকাঠামো, রাস্তাঘাট, কলকারখানা, শিল্প-সংস্কৃতি তথা উন্নয়নের যেকোনো মানদণ্ডে বাকি ৩ উপজেলার চেয়ে যোজন যোজন পশ্চাৎপদ জনপদ।’</p> <figure class="image" style="float:left"><img alt="৫৪৩৫" height="528" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/timir/1/367948375_1028480578473821_858152812520014024_n.png" width="525" /> <figcaption>গোলাম রাব্বানীর ফেসবুক পোস্ট। ছবি : সংগৃহীত</figcaption> </figure> <p>তিনি অভিযোগ করে বলেন, ‘নিজ জন্মস্থান হিসেবে সেই ছোটবেলায় রাজৈরকে যেমন দেখেছি, ৩ যুগের ব্যবধানে সেই একই রাজৈরকে দেখছি, চোখে পড়ার মতো কোনো বিশেষ পরিবর্তন নেই, দেশজুড়ে উন্নয়নের এই মহাসমারোহেও রাজৈর উন্নয়নবঞ্চিত! অথচ রাজৈরবাসীর ৮০ শতাংশ প্লাস ভোট সদা নৌকার ঝুলিতে। এবার দল-মত নির্বিশেষে চির অবহেলিত, উপেক্ষিত রাজৈরবাসী মহান সংসদে তাদের যৌক্তিক ও ন্যায্য প্রত্যাশার কথা বলতে, নিজস্ব জনপ্রতিনিধি চায়।’</p> <p>তিনি আরো বলেন, ‘আমি রাজৈরের সন্তান হিসেবে রাজৈরবাসীর এই প্রাণের দাবিটি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার কাছে তুলে ধরতে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-২ (রাজৈর-মাদারীপুর) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী হিসেবে আগামী ২০ তারিখ, সোমবার বেলা ১১টায় দলীয় ফরম সংগ্রহ করব ইনশাআল্লাহ।’</p>