<p>প্রতি সপ্তাহের মতো আজ শুক্রবার পবিত্র জুমার নামাজ পড়বেন সারাবিশ্বের মুসলিমরা। সৌদি আরবের মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদে জুমার নামাজ অনুষ্ঠিত হবে। </p> <p>আজ মক্কার পবিত্র মসজিদুল হারামে জুমার নামাজ পড়াবেন শায়খ আবদুর রহমান আল-সুদাইস এবং মদিনার পবিত্র মসজিদে নববিতে নামাজ পড়াবেন শায়খ ড. আবদুল মুহসিন বিন মুহাম্মদ আল-কাসিম। এসময় মসজিদুল হারামে আজান দেবেন শায়খ তাওফিক বিন আবদুল হাফিজ ও শায়খ তাওফিক বিন ওমর ফালাতা। </p> <p>গতকাল বৃহস্পতিবার (২৩ মে) এক্সের বার্তায় পবিত্র দুই মসজিদ পরিচালনাকারী পর্ষদ এ তথ্য জানিয়েছে। </p> <p>প্রতি সপ্তাহের মতো আজকের জুমার খুতবাও শোনা যাবে। আরবি ভাষার পাশাপাশি বিশ্বের ১০টি ভাষায় জুমার খুতবার অনুবাদ শোনা যাবে। ভাষাগুলো হলো- ইংরেজি, ফার্সি, মালাই, উর্দু, চাইনিজ, ফ্রেঞ্চ, হাউসা, তার্কিশ, রুশ, বাংলা। </p> <p><a href="https://manaratalharamain.gov.sa/sp/439746560">মানারাতুল হারামাইন</a> ওয়েবসাইটের লিংকে প্রবেশ করে একটি ভাষায় ক্লিক করলে খুতবার অনুবাদ শোনা যাবে।</p> <p><em>সূত্র: হারামাইন ওয়েবসাইট</em><br />  </p> <p><iframe frameborder="0" height="600" scrolling="yes" src="https://twitframe.com/show?url=https://twitter.com/Emam_moathen/status/1793762150110167522" width="1000"></iframe></p> <p> </p> <p><br />  </p>