<p>ঝিনাইদহের শৈলকুপায় ২৪ ঘণ্টায় পৃথক ঘটনায় এক নারীসহ তিনজন ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গতকাল বৃহস্পতিবার (২৫ জুলাই) রাত ৯টা থেকে ১১টার মধ্যে এসব আত্মহত্যার ঘটনা ঘটে।</p> <p>মৃতরা হলেন- উপজেলার রুপদা গ্রামের মৃত ইরাদ আলী বিশ্বাসের ছেলে আব্দুর রাজ্জাক বিশ্বাস (৭৪), চড়িয়া গ্রামের গোলাম রসুলের মেয়ে রীনা খাতুন (৯) ও ভাটই এলাকার মৃত আবু জাফর বিশ্বাসের স্ত্রী নাদেরা বেগম (৫৬)।</p> <p>ঘটনার সত্যতা নিশ্চিত করে শৈলকুপা থানার ওসি শফিকুল ইসলাম চৌধুরী জানান, তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।</p>