<p>পিঁপড়া আমাদের পরিচিত প্রাণী। ঘরের আশপাশেই দেখা যায়, সারবেঁধে চলে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কেন পিঁপড়ারা সারবেঁধে চলে? এই প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের পিঁপড়ার জীবনের কিছু গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে জানতে হবে।</p> <p>পিঁপড়ারা অত্যন্ত সামাজিক প্রাণী। এদের জীবনযাপন একটি সুশৃঙ্খল সমাজের মাধ্যমে পরিচালিত হয়। প্রতিটি পিঁপড়া নির্দিষ্ট কিছু কাজের দায়িত্বে থাকে এবং এই দায়িত্ব পালনের জন্য তারা একে অপরের সাথে সমন্বয় করে কাজ করে।</p> <p>পিঁপড়ারা ফেরোমন নামের রাসায়নিক পদার্থ ব্যবহার করে একে অপরের সাথে যোগাযোগ করে। যখন একটি পিঁপড়া খাবারের সন্ধান পায়, তখন সে পথে ফেরোমন ছড়াতে ছড়াতে যায়। অন্য পিঁপড়ারা এই ফেরোমনের গন্ধ অনুসরণ করে খাবারের উৎসের দিকে যায়। এই কারণেই আমরা তাদের সারবেঁধে চলতে দেখি।</p> <p>পিঁপড়ারা তাদের কাজের জন্য একে অপরের ওপর নির্ভর করে। একটি পিঁপড়া যখন ফেরোমনের পথ ধরে চলে, তখন অন্যান্য পিঁপড়াও সেই পথ অনুসরণ করে। এইভাবে তারা খাবার সংগ্রহ করে এবং নিজেদের বাসায় ফিরে আসে।</p> <p>পিঁপড়ারা সাধারণত খাদ্য সংগ্রহের সময় সারবেঁধে চলে কারণ। এটি তাদের কাজকে সহজ করে। একসাথে চললে তারা একে অপরকে সহজে নির্দেশনা দিতে পারে এবং বিপদ এড়াতে পারে। এছাড়া, সারবেঁধে চললে তারা দ্রুত এবং সঠিকভাবে খাবারের উৎস খুঁজে পেতে সক্ষম হয়।</p> <p>পিঁপড়ার সারবেঁধে চলার পিছনে রয়েছে তাদের সমাজিক জীবনযাপন, ফেরোমন নির্গমন, এবং একে অপরের সাথে যোগাযোগের সুষ্ঠু ব্যবস্থা। এই প্রক্রিয়ার মাধ্যমে তারা তাদের কাজকে সহজ, সুশৃঙ্খল এবং কার্যকরী করে তোলে। <br />  </p>