ঢালিউডে কোনো ছবি সুপারহিট হলে সেই নামের আদলে একের পর এক ছবি নির্মাণের হিড়িক পড়ে। নব্বইয়ের দশকে এম এ খালেকের ‘স্বপ্নের ঠিকানা’ (১৯৯৫) সুপারহিট হওয়ার পর নির্মিত হয় ‘স্বপ্নের পৃথিবী’, ‘স্বপ্নের নায়ক’, ‘স্বপ্নের পুরুষ’, ‘শেষ ঠিকানা’, ‘মাটির ঠিকানা’সহ বেশ কয়েকটি ছবি। মনোয়ার খোকনের ছবি ‘স্বামী কেন আসামী’ (১৯৯৬) সুপারহিট হওয়ার পর শুরু হয় ‘কেন’ সিরিজ। এই সিরিজে ‘বাবা কেন চাকর’, ‘শান্ত কেন মাস্তান’, ‘রানী কেন ডাকাত’, ‘আলী কেন গোলাম’সহ অনেক ছবি নির্মিত হয়।
‘পরান’ নিয়ে টানাটানি
রংবেরং প্রতিবেদক

এরই ধারাবাহিকতায় এবার কোরবানির ঈদে আলোড়ন তোলা রায়হান রাফির ‘পরান’-এর আদলে তিনটি ছবি নির্মাণের ঘোষণা এসেছে। ছবিগুলোর নাম ‘পরানে পরান’, ‘পরান কান্দে’ ও ‘তুই আমার পরান’। ৩০ জুলাই সালমান জসিমের ‘পরানে পরান’ ছবির মহরৎ হয়েছে গান রেকর্ডিংয়ের মাধ্যমে। অভিনয় করবেন অনিক অভি ও সাবরিনা সুলতানা কেয়া।
‘স্বামী কেন আসামী’র পরিচালক মনোয়ার খোকনের প্রধান সহকারী ছিলেন এম এ আউয়াল পিন্টু।
‘পরান কান্দে’ শিরোনামে একটি মিউজিক্যাল স্বল্পদৈর্ঘ্য ছবি নির্মাণ করেছেন রাজু আহমেদ। অভিনয় করেছেন শাখাওয়াত রিয়াল ও মণি চৌধুরী। রাজু বলেন, “আমার ছবির একটি গানের শিরোনাম ‘পরান’। একই নামে ছবি মুক্তি পাওয়ায় ছবিটির নাম দিয়েছি ‘পরান কান্দে’। বিয়োগান্তক গল্প নিয়ে ছবিটি।”
সম্পর্কিত খবর

আরো খবর

■ কলকাতায় এক সাক্ষাৎকারে জয়া আহসান জানিয়েছেন, এখন থেকে কাজ কম করবেন। বছরে একটি, নয়তো সর্বোচ্চ দুটি ছবিতে দেখা যাবে তাঁকে।
■ গতকাল অভিনেতা আফজাল হোসেনের ৭১তম জন্মদিন ঘটা করে পালন করেছে চ্যানেল আই। এই কিংবদন্তির জন্মদিনের কেক কাটতে চ্যানেল আইয়ে হাজির হয়েছেন অভিনেতা আবুল হায়াত, আফসানা মিমি, চঞ্চল চৌধুরী, মডেল নোবেলসহ শোবিজের অনেকেই।
■ নিজের গানের ভিডিও চিত্র নিজেই নির্মাণ করবেন বলে ঘোষণা দিয়েছেন প্রত্যয় খান।
■ মুক্তির দিনে ২০ কোটি রুপি আয় করেছে নতুন জুটি আহান পান্ডে ও অনিত পাড্ডা অভিনীত ‘সাইয়ারা’। মুহিত সুরি পরিচালিত ছবিটি মুক্তির আগেই ৮৫ হাজার টিকিট বিক্রি হয়েছিল।

টিভি হাইলাইটস
মাটির নিচে ৪০ দিন

একটি কঠিন পরীক্ষায় অংশ নেন ১৪ জন স্বেচ্ছাসেবক। ৪০ দিনের জন্য মাটির নিচে অন্ধকার প্রকোষ্ঠে রাখা হয় তাঁদের। সময় জানার কোনো যন্ত্রও দেওয়া হয় না তাঁদের। এমন পরিস্থিতিতে মানুষ কিভাবে খাপ খাইয়ে নেয়, সময়জ্ঞান হারালে শরীর ও মস্তিষ্ক কিভাবে প্রতিক্রিয়া জানায়, তা নিয়ে তথ্যচিত্র ‘ডিপ টাইম : ফরটি ডেইজ অব ডার্কনেস’।

অন্তর্জাল
কুবেরা

বঙ্গোপসাগরে লুকিয়ে থাকা দুর্লভ এক তেলখনির খোঁজ পায় মুম্বাইয়ের প্রভাবশালী ও উচ্চাকাঙ্ক্ষী ব্যবসায়ী নীরজ মিত্র। এটিকে ঘিরে অর্থ, প্রভাব ও রাজনৈতিক নিয়ন্ত্রণে ব্যবহারের গোপন এক পরিকল্পনা করেন। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য তিনি সহায়তা চান সাবেক সিবিআই কর্মকর্তা দীপকের। গত মাসে মুক্তি পাওয়া তামিল ছবি ‘কুবেরা’র কাহিনি এটি।

চলচ্চিত্র
মায়ের অধিকার

অভিনয়ে সালমান শাহ, ববিতা, আলমগীর, শাবনাজ। পরিচালনা শিবলী সাদিক। সকাল ১০টা ১০ মিনিট, আরটিভি।
গল্পসূত্র : জাহান মঞ্জিলে নতুন বউ এসেছে।