kalerkantho

বৃহস্পতিবার  । ১৭ অক্টোবর ২০১৯। ১ কাতির্ক ১৪২৬। ১৭ সফর ১৪৪১       

মেহজাবীনের প্রতিবাদ

রংবেরং প্রতিবেদক   

১৮ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমেহজাবীনের প্রতিবাদ

১৬ সেপ্টেম্বর অনলাইনে ৩৪ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়, যা অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর নামে ছড়ানো হয়েছে। ভুয়া এই ভিডিও নিয়ে বিব্রত মেহজাবীন ও তাঁর পরিবার। এ নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এই মিথ্যা অপবাদের প্রতিবাদ জানান। পাশাপাশি নিজের ভক্তদের মিথ্যা এই খবর বিশ্বাস না করার অনুরোধ করেন।

পোস্টে মেহজাবীন লেখেন, ‘আজকে সামাজিক মাধ্যম ফেসবুকে একটা ভিডিও ছড়িয়েছে এবং এ নিয়ে কিছু অসাধু লোকজন বিভ্রান্তির সৃষ্টি করছে। আমার সব ফ্যান-ফলোয়ার এবং সমর্থকদের কাছে অনুরোধ মিথ্যা খবর কিংবা ভিডিওতে বিশ্বাস করবেন না। আমি এরই মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সাইবার ক্রাইম ডিপার্টমেন্টকে যারা এসব বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে বা ছড়াতে সাহায্য করছে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছি।’

মন্তব্যসাতদিনের সেরা