সাংবাদিক, শিশুসাহিত্যিক ও বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ মোদাব্বের ১৯০৮ সালে চব্বিশ পরগনা জেলার বশিরহাট মহকুমার হাড়োয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯২২ সালে স্যার আর এন মুখার্জি বিদ্যালয় থেকে প্রবেশিকা পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। মেধাবী মোদাব্বের ছেলেবেলায়ই লেখালেখি শুরু করেন। পরবর্তী সময়ে লেখালেখি থেকেই সাংবাদিকতা করতে আগ্রহী হন।
বিজ্ঞাপন
সাংবাদিকতার পাশাপাশি মোহাম্মদ মোদাব্বের শিশুসাহিত্য, ভ্রমণ কাহিনী, স্মৃতিকথা ও জীবনী লিখেছেন। হীরের ফুল (১৯৩০), তাকডুমাডুম (১৯৩০), কিসসা শোন (১৯৩০), ডানপিটের দল (১৯৬২) ইত্যাদি তাঁর শিশুসাহিত্য। 'সাংবাদিকের রোজনামচা' (১৯৭৭) তাঁর স্মৃতিকথা ও 'আনলো যারা জীয়ন কাঠি' (১৯৪৬) তাঁর জীবনীগ্রন্থ। তিনি শিশুসাহিত্যে বাংলা একাডেমি ও ১৯৭৯ সালে একুশে পদক পান। ১৯৮৪ সালের ২১ এপ্রিল সাংবাদিক মোদাব্বের মারা যান।