<p>বদরুল আনাম সৌদের ‘গহীন বালুচর’ দিয়ে বড় পর্দায় অভিষেক নীলাঞ্জনা নীলার। সাত বছর পর ৩ মে একই নির্মাতার ‘শ্যামাকাব্য’ দিয়ে হলে ফিরছেন অভিনেত্রী। নীলার সঙ্গে কথা বলেছেন সুদীপ কুমার দীপ।</p> <p><strong>ছবির প্রচারণা চালাচ্ছেন?</strong><br /> হ্যাঁ, কয়েক দিন ধরে প্রমোশনের কাজই করছি। আজ (গতকাল) দুপুরে একটি টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছি, সন্ধ্যায় একটি পত্রিকা অফিসে যাব। এই সপ্তাহে আর কোনো শুটিং রাখিনি। শুধুই ‘শ্যামাকাব্য’র প্রমোশন। ‘শ্যামাকাব্য’র শ্যামা তো আপনি। ছবি মুক্তির আগে চাপ অনুভব করছেন? আমার বরং অনেক আনন্দ লাগছে, মনে হচ্ছে যেটা চেয়েছিলাম সেটা পেয়ে গেলাম। পাশাপাশি চাপও আছে। গত বছর নভেম্বরে ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল। আমরা জোর প্রচারণাও চালিয়েছিলাম। পরে পিছিয়ে গেল। অনেকে ভাবছেন, তখনই ছবিটি মুক্তি পেয়েছে। তাই নতুন করে সবাইকে জানাতে হচ্ছে।</p> <p><strong>‘শ্যামাকাব্য’তে সুযোগ পাওয়ার গল্পটা বলেন...</strong><br /> সৌদ ভাইয়ের ‘গহীন বালুচর’-এ অভিনয় করেছিলাম। তখন থেকেই তাঁর এবং সুবর্ণা মুস্তাফা ম্যামের সঙ্গে আমার ভালো সম্পর্ক। ‘শ্যামাকাব্য’র শুরুতে আমি অভিনয় করব এমন কথাই ছিল। কয়েকবার পাণ্ডুলিপিও পড়েছিলাম। সৌদ ভাই চেয়েছিলেন, শ্যামা চরিত্রে শ্যাম বর্ণের অভিনেত্রী নেবেন, যাঁকে মেকআপ ছাড়াই শ্যামলা লাগবে। তখন আমাকে বাদ দিয়ে অন্য এক অভিনেত্রীকে নেওয়া হলো। শুটিংয়ের জন্য টিম টাঙ্গাইলের জমিদারবাড়িতে চলে গেছে, এ খবর পাওয়ার পর একটু মন খারাপ হয়েছিল। দুই দিন পর হঠাৎ সৌদ ভাইয়ের ফোন, যদি আমার কাজ না থাকে ব্যাগ গুছিয়ে তখনই যেন টাঙ্গাইলে রওনা দিই! তার একটু পরেই সুবর্ণা ম্যামের ফোন, ‘তোমাকেই প্রয়োজন। শ্যামা তুমিই হবে। দ্রুত স্পটে চলে এসো।’ মনে হলো লটারি পেয়ে গেছি! কারণ পাণ্ডুলিপি পড়ার পর থেকে শ্যামা চরিত্রটা নিজের মধ্যে ধারণ করে ফেলেছিলাম।</p> <p><img alt="1" height="499" src="https://cdn.bdshows.com/star/nilanjona-nila-7339331f1260999e350797ed7398977c.jpg" width="400" /></p> <p><strong>আর কোনো চলচ্চিত্র করছেন?</strong><br /> মাঝখানে ‘অন্তর্বর্তী’ নামে একটি চলচ্চিত্রের শুটিং করেছি। এস এম কাইয়ুমের এই ছবিতে আমার সঙ্গে আছেন আবু হুরায়রা তানভীর। শুটিং শেষে এখন পোস্ট প্রডাকশনের কাজ চলছে। কিছুদিন আগে শুরু করেছি মুস্তাফিজুর রহমান মানিকের ‘রুখসার’-এর শুটিং। আরো কয়েকটির প্রস্তাব আছে, চূড়ান্ত হলে জানাব।</p> <p><strong>আট বছরের ক্যারিয়ারে আপনার কাজের সংখ্যা অনেক কম...</strong><br /> এটা সবাই বলেন, আমিও মানি। মাঝখানে কিছুদিন শোবিজ থেকে দূরে ছিলাম। অভিনয়ে মনোযোগ দিতে পারিনি। এখন কিন্তু নিয়মিত কাজ করছি। রোজার ঈদে আমার অভিনীত বেশ কয়েকটি নাটক প্রচারিত হয়েছে। এরই মধ্যে কোরবানির ঈদের তিন-চারটি নাটকের শুটিং করেছি। অতীতের গ্যাপটা কিছুদিনের মধ্যেই পূরণ করে দেব আশা করি।</p> <p><strong>গত বছর সেপ্টেম্বরে কালের কণ্ঠকে জানিয়েছিলেন, ‘প্রেম ছিল, এখন নেই। খুব শান্তিতে আছি।’  শান্তিটা এখনো বজায় আছে?</strong><br /> কাজের ধারাবাহিকতা দিয়েই বোঝেন। মাঝখানে যে গ্যাপটা পড়েছিল সেটা মানসিক অবস্থার কারণে পড়েছিল। প্রেম করি না বলেই এখন নিয়মিত কাজ করতে পারছি। অভিনেত্রীর জীবন হতে হবে স্বাধীন, নইলে তিনি সফল হতে পারবেন না।</p> <p><strong>ওটিটিতে কাজ করছেন?</strong><br /> আমি আগ্রহী। কেন জানি ভাগ্যটা ফেভার করছে না। ঠিকঠাক প্রস্তাব পেলে এই মাধ্যমে নিয়মিত কাজ করব।</p>