<p>‘জানে তু ইয়া জানে না’ দিয়ে ক্যারিয়ার শুরু করা অভিনেতা ইমরান খান পরবর্তী সময়ে ক্যারিয়ারে খুব একটা সুবিধা করতে পারেনি। ক্যারিয়ারের প্রথম সিনেমাই হিট দেওয়ার পর কেমন যেন দিশা হারিয়ে ফেলেছিলেন এই অভিনেতা। সাফল্যের পাল্লা কমতে কমতে একসময় বলিউড থেকেই হারিয়ে যান তিনি। যদিও সম্পর্কে তিনি বলিউডের মহারথী আমির খানের ভাগ্নে। তবে মামার নামের প্রতাপও কাজে লাগেনি তাঁর। </p> <p>তবে গত বছর অভিনেতা ঘোষণা দিয়েছিলেন, বলিউডে ফিরছেন তিনি। ইমরানের এই ঘোষণা তাঁর ভক্তদের জন্য স্বস্তিদায়ক ছিল। এবার নতুন খবর এই যে, মামা আমির খানের ব্যানারেই ফিরছেন ইমরান। আর সিনেমাটির শুটিং ইতিমধ্যে শুরু হয়ে গেছে। </p> <p>সূত্রের খবর অনুসারে, গত বছর সিনেমায় ফেরার সম্ভাবনার ইঙ্গিত দেওয়ার আট মাস পর অবশেষে কামব্যাক প্রজেক্ট শুরু করে দিয়েছেন ইমরান। তিনি আমির খান প্রডাকশনস প্রযোজিত একটি কমেডি ঘরানার সিনেমায় ‘হ্যাপি প্যাটেল’ নামক চরিত্রে অভিনয় করবেন। ইতিমধ্যে গোয়ায় শুটিং শুরু হয়ে গেছে সিনেমাটির।</p> <p><img alt="1" height="399" src="https://www.lassiwithlavina.com/wp-content/uploads/2014/04/Imran-Khan-1.jpg" width="400" /></p> <p>প্রতিবেদনে আরো বলা হয়েছে, হ্যাপি প্যাটেল দিয়ে পরিচালনায় অভিষেক হতে যাচ্ছে ভারতের জনপ্রিয় কৌতুক অভিনেতা বীর দাসের। আমির খানের প্রযোজনায় ‘দিল্লি বেলি’ চলচ্চিত্রে একসঙ্গে অভিনয় করেছিলেন ইমরান ও বীর দাস। এবার বীর দাসের পরিচালনায় অভিনয় করছেন ইমরান।</p> <p>শুরুতে শোনা যায়, ডিজনি প্লাস হটস্টারের একটি স্পাই সিরিজ দিয়ে ইমরানের প্রত্যাবর্তন হওয়ার কথা। যেখানে তিনি একজন গোয়েন্দা কর্মকর্তার ভূমিকায় অভিনয় করবেন। চলচ্চিত্র নির্মাতা আব্বাস টায়ারওয়ালা সিরিজটি তৈরি করার কথা ছিল। তবে গত বছর হটস্টার জিও অধিগ্রহণ করার পরে প্রকল্পটি বাতিল করা হয়। তাই অবশেষে মামার প্রযোজনাতেই ফিরছেন ইমরান।</p> <p>১৯৮৮ সালের রোমান্টিক সিনেমা ‘কেয়ামত সে কেয়ামত তাক’ এবং ১৯৯২ সালে ‘জো জিতা ওহি সিকান্দার’ চলচ্চিত্রে আমিরের সঙ্গে কাজ করেন খুদে ইমরান। এরপর ২০০৮ সালে জেনেলিয়া ডি’সুজার সঙ্গে ‘জানে তু ইয়া জানে না’ দিয়ে প্রধান অভিনেতা হিসেবে বলিউডে আত্মপ্রকাশ করেন ইমরান। অভিনেতাকে সর্বশেষ দেখা গিয়েছিল ২০১৫ সালের ‘কাট্টি বাট্টি’তে, যেটিতে তাঁর সঙ্গে ছিলেন কঙ্গনা রানাওয়াত।</p>