আবিষ্কার

হারিয়ে যাওয়া বুনো ঘোড়া

পৃথিবীর ইতিহাসে সাড়া জাগানো সব আবিষ্কার নিয়ে আমাদের এই ধারাবাহিক আয়োজন। লিখেছেন নাবীল অনুসূর্য
notdefined
notdefined
শেয়ার
হারিয়ে যাওয়া বুনো ঘোড়া
এই প্রাগৈতিহাসিক যুগের ছবিটা আঁকা আছে ফ্রান্সের ল্যাসকো গুহায়। প্রায় ১৭ হাজার বছর আগে আঁকা। গুহায় অনেকগুলো প্রাণীর ছবি আছে। সেগুলোর মধ্যে সবচেয়ে বেশি আছে ঘোড়ার ছবি। এ থেকে ধারণা করা হয়, তখন ওই অঞ্চলে অন্যান্য প্রাণীর তুলনায় ঘোড়া ছিল অনেক বেশি। ১০ হাজার বছর আগে থেকে ঘোড়ার সংখ্যা কমতে শুরু করে। বুনো ঘোড়া কমে যাওয়ার মূল কারণ দুটি—শিকার ও জলবায়ুর পরিবর্তনের কারণে ওদের বাসযোগ্য বনভূমি কমে যাওয়া।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ