kalerkantho

বুধবার । ২৫ চৈত্র ১৪২৬। ৮ এপ্রিল ২০২০। ১৩ শাবান ১৪৪১

প্রশ্ন-উত্তর

ফরজ নামাজের পরের সুন্নাতগুলো কি আগে পড়া যাবে?

সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা

১৬ জানুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপ্রশ্ন : ফরজ নামাজের আগের সুন্নাতগুলো যদি ফরজ নামাজের পরে পড়ি কিংবা ফরজ নামাজের পরের সুন্নাতগুলো যদি ফরজ নামাজের আগে পড়ি তাহলে কি কোনো সমস্যা আছে?

—এস এম মাহিন, খুলনা।

 

উত্তর : ফরজ নামাজের পূর্বে দুই ওয়াক্তে তথা ফজর ও জোহর সুন্নাতে মুআক্কাদা রয়েছে। কখনো সময়ের স্বল্পতার কারণে ফজরের ফরজের আগের সুন্নাতে মুআক্কাদা পড়তে না পারলে সূর্যোদয়ের পর পড়ে নেওয়া যাবে। আর জোহরের পূর্বের সুন্নাত ফরজের পূর্বে পড়ার সুযোগ না হলে ফরজের পরে ওয়াক্তের মধ্যে পড়ে নেওয়া সুন্নাত। তবে ফরজের পরের সুন্নাতসমূহ ফরজের আগে পড়লে পরের সুন্নাত আদায় হবে না, বরং তা সাধারণ নফল হিসেবে গণ্য হবে। তাই ফরজের পরের সুন্নাত আদায় করতে হলে তা ফরজের পরেই পড়তে হবে। (রদ্দুল মুহতার : ২/৫৭, আদ্দুররুল মুখতার : ২/৫৮, রদ্দুল মুহতার : ২/৫৮, আহসানুল ফাতাওয়া : ৩/৪৫৬)

 

মন্তব্যসাতদিনের সেরা