<p>৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শুরু হয়েছে। আজ শুক্রবার (২৬ এপ্রিল) সকাল ১০টায় শুরু হয়ে ২০০ নম্বরের এ পরীক্ষা চলবে দুপুর ১২টা পর্যন্ত। দেশের ৮ বিভাগীয় শহরের ২১৫ কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে।</p> <p>সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নির্দেশনা অনুসারে, সকাল সাড়ে ৮টা থেকে পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন। সাড়ে ৯টার পর কাউকে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না। সকাল সাড়ে ৯টায় উত্তরপত্র বিতরণ শুরু হবে। আর সকাল ১০টায় বিতরণ করা হবে প্রশ্নপত্র। দুপুর ১২টার আগে কোনো পরীক্ষার্থী কেন্দ্র থেকে বের হতে পারবেন না।</p> <p>সরকারি কর্ম কমিশনের (পিএসসি) তথ্য অনুসারে ৪৬তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে শূন্যপদের সংখ্যা তিন হাজার ১৪০টি। এতে আবেদন করেন তিন লাখ ৩৮ হাজারের বেশি চাকরিপ্রার্থী।</p>