<p style="margin-bottom:13px"><span style="font-size:11pt"><span style="line-height:115%"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="line-height:115%"><span style="font-family:SolaimanLipi">ইতালি যাওয়ার ভিসা আবেদনে প্রার্থীদের এখন থেকে মূল পাসপোর্ট জমা দিতে হবে না। গতকাল মঙ্গলবার ইতালির ভিসা কেন্দ্র ভিএফএস গ্লোবাল তাদের নিজস্ব ফেসবুক পেজের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। আজ বুধবার থেকে এই নিয়ম কার্যকর হবে।</span></span></span></span></span></span></p> <p style="margin-bottom:13px"><span style="font-size:11pt"><span style="line-height:115%"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="line-height:115%"><span style="font-family:SolaimanLipi">ভিএফএস গ্লোবালের অনিয়ম-দুর্নীতি নিয়ে দৈনিক কালের কণ্ঠে একাধিক প্রতিবেদন প্রকাশের পর নড়েচড়ে বসেছে ভিএফএস গ্লোবাল। গতকাল তারা তাদের ফেসবুক পেজে দেওয়া বিজ্ঞপ্তিতে জানায়, আজ থেকে বাংলাদেশে ইতালি ভিসার জন্য আবেদন করার সময় আবেদনকারীরা শুধু স্ক্যান ও ফটোকপির জন্য পাসপোর্ট জমা দেবেন। স্ক্যান ও ফটোকপি নেওয়ার পর আবেদনকারীদের মূল পাসপোর্ট ফেরত দেওয়া হবে।</span></span></span></span></span></span></p> <p style="margin-bottom:13px"><span style="font-size:11pt"><span style="line-height:115%"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="line-height:115%"><span style="font-family:SolaimanLipi">বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী সময়ে দূতাবাসের সিদ্ধান্তের পর ভিসা ইস্যু করার জন্য আবেদনকারীদের কাছে আসল পাসপোর্ট চাওয়া হবে। এ সময় আবেদনকারীরা পাসপোর্ট দিলে ভিসা ইস্যু করা হবে। </span></span></span></span></span></span></p> <p style="margin-bottom:13px"><span style="font-size:11pt"><span style="line-height:115%"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="line-height:115%"><span style="font-family:SolaimanLipi">এর আগে গত ২০ ও ২১ মে কালের কণ্ঠে ভিএফএস গ্লোবালের অনিয়ম ও দুর্নীতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়। এসব প্রতিবেদনে পাটপোর্ট আটকে রাখাসহ ভিসা প্রার্থীদের দুর্ভোগ ও হয়রানির বিষয় তুলে ধরা হয়। </span></span></span></span></span></span></p> <p style="margin-bottom:13px"><span style="font-size:11pt"><span style="line-height:115%"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="line-height:115%"><span style="font-family:SolaimanLipi">এরপর ঢাকায় প্রবাসী কল্যাণ ভবনে গত ২১ মে বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা সোয়া ৬টা পর্যন্ত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রোর বৈঠক হয়। বৈঠক শেষে ইতালির রাষ্ট্রদূত আশ্বাস দেন, দ্রুত অ্যাপয়েন্টমেন্ট পদ্ধতির মধ্যে পরিবর্তন এনে আধুনিক পদ্ধতি চালু করা হবে। </span></span></span></span></span></span></p> <p style="margin-bottom:13px"><span style="font-size:11pt"><span style="line-height:115%"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="line-height:115%"><span style="font-family:SolaimanLipi">এর ধারাবাহিকতায় গত ২৭ মে ইতালিতে ফ্যামিলি রিইউনিয়ন, ট্যুরিস্ট ও স্টাডি ভিসার জন্য ১ থেকে ৩০ জুন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্টের স্লট সকাল সাড়ে ৯টায় চালু করা হয়। স্লট দুপুর ১টা পর্যন্ত চালু ছিল। এরপর গতকাল ভিএফএসের মূল পাসপোর্ট জমা না দেওয়ার ঘোষণা এলো।</span></span></span></span></span></span></p>