<p>ইসরায়েলের সামরিক বাহিনী ঘোষণা করেছে তাদের সেনারা গাজা সিটি পুরোপুরি ঘিরে ফেলেছে এবং গতকাল রবিবার রাতে ‘একটি গুরুত্বপূর্ণ অভিযান’ পরিচালনা করেছে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের ওই অভিযানের পর গাজা সিটি ফের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আল জাজিরা জানিয়েছে, রবিবার রাতভর গাজাজুড়ে ভারী বোমাবর্ষণ করা হয়েছে।</p> <p>ইসরায়েলি সামরিক বাহিনীর প্রধান মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি এক ব্রিফিংয়ে বলেছেন, ‘এই মুহুর্তে আমরা মাটির নিচে ও ওপরে সন্ত্রাসী অবকাঠামোতে বড় ধরনের হামলা চালাচ্ছি।’</p> <p>১০ দিন আগে ইসরায়েলের প্রাথমিক স্থল আক্রমণের সময়ও বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে গাজা সিটি। ইন্টারনেট মনিটরিং গ্রুপ নেটব্লকসের বরাত দিয়ে বিবিসি বলেছে, গত এক মাসে তৃতীয়বারের মতো যোগাযোগ বন্ধের ঘটনা ঘটল।</p> <p>ফিলিস্তিনে কর্মরত দাতব্য সংস্থা রেড ক্রিসেন্টের কর্মীরা বিবিসিকে জানিয়েছেন, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় এটি তৃতীয় যোগাযোগ বিচ্ছিন্নের ঘটনা। তারা তাদের দলের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলেছেন। গাজায় ফোন ও ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হচ্ছে। </p> <p>বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস গেব্রিয়েসুস বলেছেন, গাজায় আরেকবার সংযোগ বিচ্ছিন্ন হওয়া ও ভারী বোমা বর্ষণের খবর গভীর উদ্বেগের। </p> <p>এদিকে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে জাতিসংঘের সংস্থাগুলো। প্রতিটি সংস্থার প্রধানেরা এক যৌথ বিবৃতিতে ‘তাৎক্ষণিক মানবিক যুদ্ধবিরতির’ আহ্বান জানিয়েছেন। এতে বলা হয়েছে, বিশ্ববাসী প্রায় এক মাস ধরে ইসরায়েল ও অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে নিয়মিত প্রাণহানি দেখছে। নিহতের সংখ্যা মানুষকে হতবাক করছে। </p> <p>আল জাজিরা আজ সোমবার জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত অন্তত ৯ হাজার ৯২২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলে হামাসের হামলায় নিহতের সংখ্যা ১ হাজার ৪০০ জনের বেশি।</p>