kalerkantho

মঙ্গলবার । ১ আষাঢ় ১৪২৮। ১৫ জুন ২০২১। ৩ জিলকদ ১৪৪২

বই ফেলে বিয়েতে নারাজ! ছুরি মেরে খালে ফেলল বাবা, সাঁতরে উঠলেও মুমূর্ষু স্কুলছাত্রী (ভিডিওসহ)

কালের কণ্ঠ অনলাইন   

১৭ জুন, ২০১৯ ১৩:০৩ | পড়া যাবে ২ মিনিটেবিয়ে করতে রাজি না হওয়ায় নিজের মেয়েকে ছুরি মেরে খালে ফেলে দিয়েছে বাবা। এমনটাই ঘটেছে ভারতের উত্তর প্রদেশের শাহজাহানপুরে। এখন হাসপাতালে মৃত্যু সঙ্গে পাঞ্জা লড়ছে ওই কিশোরী।

জানা গেছে, মেয়েটি চাইছিলেন পড়াশোনা চালিয়ে যেতে। কিন্তু পরিবারের লোকজন চাইছিলেন ভালো পাত্র দেখে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিতে। এ নিয়ে ১৫ বছরের ওই কিশোরীর সঙ্গে তার বাবা-মার সংঘাত চরমে ওঠে।

কিশোরীটি বলেছেন, বাবা আমাকে খালের পাড়ে একটি নির্জন জায়গায় নিয়ে যায়। তার সঙ্গে ছিল আমার ভাই। ও আমার গলায় একটা কাপড় দিয়ে পেঁচিয়ে ধরে। আর পেছন থেকে বাবা একটি ছুরি দিয়ে আমাকে কোপাতে থাকে। চিত্কার করে আমি ওদের থামতে বলি। কিন্তু বাবা থামেনি। বাবার একটাই দাবি, পড়াশোনা বন্ধ করে বিয়ে করতে হবে।

ছুরিকাঘাত করার পর ওই কিশোরীকে খালে ঠেলে ফেলে দেয় বাবা। কিন্তু পানিতে পড়ে যাওয়ার পর সে সাঁতরে কিছুটা দূরে চলে গিয়ে লুকিয়ে থাকে। পরে গোটা ঘটনাটি প্রকাশ্যে চলে আসে।

এদিকে, ওই কিশোরীর দুলাভাইও একই কথা বলেছেন। 

তিনি বলছেন, আমি ওর বোনের স্বামী। বেশ কয়েকমাস আমাদের বাড়িতে ছিল। ওর বাবা-মা চাইতো না ও পড়াশোনা করুক। কয়েকদিন আগে ওকে ওর বাবা-মা বাড়ি ফিরিয়ে নিয়ে যায়। খবর পেয়েছি ওকে আহত অবস্থায় খালের কাছে পাওয়া গেছে।

তারা বাবা ও ভাইকে খুঁজছে পুলিশ।

সূত্র : জি-নিউজ সাতদিনের সেরা