<p>আন্তর্জাতিক ফুটবল ইতিহাস ও পরিসংখ্যান ফেডারেশন (আইএফএফএইচএস) সম্প্রতি  প্রকাশ করেছে সর্বকালের সেরা ১০ ফুটবলারের তালিকা। সেই তালিকায় ব্রাজিলের পেলে ও স্বদেশি ম্যারাডোনাকে পিছনে ফেলে শীর্ষস্থান দখল করেছেন লিওনেল মেসি। এই র‌্যাংকিং নিয়ে ফুটবল বিশ্বে তুমুল বিতর্ক শুরু হয়েছে।</p> <p>এই র‍্যাংকিং তৈরি করা হয়েছে খেলোয়াড়দের ব্যক্তিগত ও দলগত অর্জনের ওপর ভিত্তি করে। ৩৮ বছর বয়সী মেসি ক্যারিয়ারে এখন পর্যন্ত ৪৬টি শিরোপা জিতেছেন —বার্সেলোনার হয়ে ৩৫টি, পিএসজির হয়ে ৩টি, ইন্টার মায়ামির হয়ে ২টি এবং আর্জেন্টিনার হয়ে ৬টি। এছাড়া তিনি রেকর্ড আটবার ব্যালন ডি’অর জিতেছেন।</p> <p>দ্বিতীয় স্থানে রয়েছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে, যিনি ক্যারিয়ারে তিনটি বিশ্বকাপ (১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০) জিতে ইতিহাস সৃষ্টি করেছেন। তৃতীয় স্থানে আছেন আর্জেন্টাইন মহাতারকা দিয়েগো ম্যারাডোনা, যিনি ১৯৮৬ সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতাতে বড় ভূমিকা রাখেন এবং ১৯৯০ সালে রানার্স-আপ হন। জাতীয় দলের পাশাপাশি ক্লাব ফুটবলেও তিনি ছিলেন ব্যতিক্রমধর্মী ও সফল এক ফুটবল ব্যক্তিত্ব।</p> <p>চতুর্থ স্থানে রয়েছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো, যার অবস্থান নিয়ে ফুটবলপ্রেমীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হিসেবে তার নামের পাশে রয়েছে ৯৩৫টি অফিসিয়াল গোল। যদিও তিনি বিশ্বকাপ জয়ের স্বাদ পাননি, তবে ক্লাব ফুটবলে রিয়াল মাদ্রিদের হয়ে জিতেছেন অসংখ্য শিরোপা। পাশাপাশি ২০১৬ সালে পর্তুগালের জার্সিতে ইউরো জয়ের মধ্য দিয়ে দেশের হয়েও বড় অর্জন যুক্ত করেছেন নিজের ঝুলিতে।</p> <p><img alt="১" height="600" src="https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/online/2025/05/20/desgtdyuht.jpg" width="1000" /></p> <p>নেদারল্যান্ডসের ইউহান ক্রুইফ আছেন পাঁচ নম্বরে। ছয় ও সাত নম্বরে আছেন যথাক্রমে রোনালদো নাজারিও এবং জিনেদিন জিদান। সেরা দশের বাকি তিন খেলোয়াড় - ফ্রাঞ্জ বেকেনবাওয়ার (জার্মানি), আলফ্রেদো ডি স্টেফানো (আর্জেন্টিনা/স্পেন) এবং রোনালদিনহো (ব্রাজিল)।</p>