<p>শেখ রাসেল প্রিমিয়ার লিগে থাকছে না বলে এর মধ্যেই চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে ফেডারেশনকে। শেখ জামাল ও চট্টগ্রাম আবাহনীর খেলাও অনিশ্চিত। যারা দলবদলে আগ্রহী তেমন বেশ কিছু ক্লাব আসন্ন মৌসুমে ফুটবল মাঠে গড়ানো নিয়েই আছে অনিশ্চয়তার মধ্যে। তবে আজ (সোমবার) পেশাদার লিগ ম্যানেজমেন্ট কমিটির সভায় সেই অনিশ্চয়তা দূর করা হয়েছে। সব টুর্নামেন্ট না হলেও লিগ ও ফেডারেশন কাপের ঘোষণা দেওয়া হয়েছে, সেই সঙ্গে থাকছে এক ম্যাচের চ্যালেঞ্জ কাপও। গতকাল ফর্টিস এফসি দলবদল কার্যক্রমও সম্পন্ন করেছে।</p> <p>তবে তিনটি ক্লাব খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেওয়ায় সেই খেলোয়াড়রা পড়েছেন বিপাকে। তাদের সংখ্যাটা শতাধিক। যদিও পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান বলেছেন, ‘আমরা এখন পর্যন্ত শুধু শেখ রাসেলের কাছ থেকে না খেলার চিঠি পেয়েছি। আশা করি, শেখ জামাল ও চট্টগ্রাম আবাহনী দলবদল করবে।’ সে বিবেচনায় এবং খেলোয়াড়দের দাবিদাওয়ার পরিপ্রেক্ষিতে এবার দলগুলোর জন্য খেলোয়াড় নিবন্ধনের সংখ্যা বাড়ানো হয়েছে। আগে একটি দল ৩৬ জন খেলোয়াড় নিতে পারত, এই মৌসুমে তাদের ৪০ জন খেলোয়াড় নেওয়ার সুযোগ থাকছে। তাতে একটি ক্লাবের না খেলার ঘাটতি হয়তো পূরণ হয়। কিন্তু চট্টগ্রাম আবাহনী ও শেখ জামালের অবস্থান এখনো অপরিষ্কার।</p> <p>আজও চট্টগ্রাম আবাহনীর মহাসচিব শামসুল হক চৌধুরী বলেছেন, ‘কথা চলছে। তরফদার সাহেব ডেকেছেন আমাদের ম্যানেজারকে। দেখা যাক কী করা যায়। টিম তো একটা দিতে হবে আমাদের।’ এদিকে ম্যানেজার আরমান আজিজ বলেছেন, ‘তরফদার সাহেব চট্টগ্রাম আবাহনীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন। দল গঠন নিয়ে আলোচনার তো প্রশ্ন ওঠে না।’ শেখ জামাল ক্লাবের পক্ষ থেকেও দল গড়ার মতো তেমন ইতিবাচক কিছু শোনা যায়নি এখন পর্যন্ত। খেলোয়াড়দের সংকট কাটাতে বিদেশিহীন লিগ আয়োজনের দাবি জানিয়েছিলেন তারা। তবে ইমরুল হাসান বলেছেন, ‘যে ক্লাবগুলো এএফসির টুর্নামেন্ট খেলে তাদের কথা বিবেচনায় নিয়ে এই দাবি পূরণ সম্ভব নয়। তবে বিদেশি নিবন্ধনের ক্ষেত্রে ক্লাবগুলো স্বাধীন। যেকোনো ক্লাব চাইলে বিদেশি না নিয়েও খেলতে পারে।’</p> <p>ওয়ান্ডারার্স এরই মধ্যে ঘোষণা দিয়েছে তারা কোনো বিদেশি খেলোয়াড় নেবে না। গুঞ্জন আছে আবাহনীও বিদেশি ছাড়া দলবদল করবে। তবে ক্লাব থেকে এ নিয়ে এখনো চূড়ান্ত কিছু জানানো হয়নি। এদিকে ৪০ জন খেলোয়াড় নিবন্ধনের সুযোগ রাখলেও কয়টি ক্লাব সেই সুযোগ নেবে প্রশ্ন থাকে। আবাহনী বলেছে তারা ৩০ জন নেবে। আজ ফর্টিস পাঁচ বিদেশিসহ ৩৩ জনকে নিবন্ধন করিয়েছে।</p>