<p>বাংলাদেশের ইনিংসের ১৮তম ওভারের শেষ দুই বলে মাহমুদ উল্লাহ রিয়াদকে বোল্ড ও শেখ মেহেদী হাসানকে থার্ডম্যান অঞ্চলে ক্যাচ বানিয়ে ফেরান প্যাট কামিন্স। অস্ট্রেলিয়ার ডানহাতি পেসার পরে ইনিংসের শেষ ওভারের প্রথম বলে তাওহিদ হৃদয়কে আউট করে এবারের বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক পূর্ণ করেন। এমন অর্জনের সময়ও কিছু মনে ছিল না কামিন্সের।</p> <p>বাংলাদেশকে বৃষ্টি আইনে ২৮ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। এই ম্যাচে ৪ ওভারে ২৯ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা নির্বাচিত হন কামিন্স। ম্যাচ শেষের পর নিজের হ্যাটট্রিক নিয়ে বলেন, 'আসলে আমি জানতাম না হ্যাটট্রিক হয়েছে। আগের ওভারে আমি স্ক্রিনে দেখেছিলাম। পরের ওভারে বল করতে গিয়ে বেমালুম ভুলে গেলাম। আমার মনে হয় (মার্কাস) স্টয়নিস দৌড়ে এসে উদযাপন করল। হ্যাঁ ভালো লাগল।'</p> <p>টি-টোয়েন্টি বিশ্বকাপে এটি সব মিলিয়ে সপ্তম হ্যাটট্রিক। এর বাইরে চতুর্থ অস্ট্রেলিয়ান হিসেবে হ্যাটট্রিক পেয়েছেন কামিন্স। এই সংস্করণে দলটির বোলারদের চারটি হ্যাটট্রিকের তিনটিই এসেছে বাংলাদেশের বিপক্ষে। ব্রেট লি ও নাথান এলিসের পর এবার করলেন কামিন্স।</p> <p>এদিকে পরের ম্যাচটা কিংসটাউনে খেলবে অজিরা। প্রতিপক্ষ আফগানিস্তান। সে ম্যাচের উইকেট কিছুটা স্পিন সহায়ক হওয়ায় একাদশে বাড়তি স্পিনার খেলানোর ব্যাপারে ইতিবাচক মন্তব্য করেছেন কামিন্স, 'আমরা এই বিষয়টায় অনেক খোলামেলা ছিলাম। স্কোয়াডে যে কেউ খেলার জন্য প্রস্তুত থাকবে। ব্যাটিং অর্ডারও পরিবর্তন হতে পারে। অ্যাশ (অ্যাশটন অ্যাগার) সেদিন দারুণ বল করল। আমাদের দলে সবকিছুই রয়েছে। অধিনায়ক নির্বাচকরা সবচেয়ে ভালো সিদ্ধান্তটাই নেবেন। ফলে আমার কোনো চিন্তা নেই (হাসি)।'</p>