<p>বাস্কেটবলের ওপর উচ্চতর প্রশিক্ষণ নিতে যুক্তরাষ্ট্র আমেরিকার পথে চাঁদপুরের একই শিক্ষা প্রতিষ্ঠানের তিন শিক্ষার্থী। আজ শুক্রবার হযরত শাহজালাল আন্ত্মর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশ ত্যাগ করেছে তারা। প্রশিক্ষণার্থীরা হলেন-চাঁদপুর সদরের বীর প্রতীক মমিন উলস্নাহ পাটোয়ারী একাডেমির একাদশ শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া আক্তার, সদ্য এসএসসি পাস করা ইতি আক্তার ও নবম শ্রেণির ফারহানা আক্তার। <br /> শুক্রবার সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন চাঁদপুর বাস্কেটবল একাডেমির সভাপতি মনোয়ার হোসেন চৌধুরী। তিনি বলেন, বাস্কেটবল স্পোর্টস ভিজিটর প্রোগ্রাম-২০২৪ এর আওতায় দেশী বলার্স এর ব্যবস্থাপনায় বাংলাদেশ থেকে ৫জন নারী শিক্ষার্থী বাস্কেটবল খেলার উচ্চতর প্রশিক্ষণের জন্য চূড়ান্ত্মভাবে নির্বাচন করা হয়। তার মধ্যে তিনজনই বীর প্রতীক মমিন উলস্নাহ পাটোয়ারী একাডেমির শিক্ষার্থী। <br /> মনোয়ার হোসেন চৌধুরী আরো বলেন, আমাদের চাঁদপুর বাস্কেটবল একাডেমির বিভিন্ন কোচারদের সহযোগিতায় এর আগে এই তিনশিক্ষার্থীকে প্রশিক্ষণ দিয়ে দেশের বিভিন্ন প্রতিযোগিতায় পাঠানো হয়। পরবর্তীতে দেশি বলার্স তাদের তিনজনকে উচ্চতর প্রশিক্ষণের জন্য বাংলাদেশ থেকে আমেরিকায় দেড় মাসের সুযোগ করে দেয়। প্রশিক্ষণে অংশগ্রহনকারী দলের ক্যাপটেন সুমাইয়া আক্তার বলেন, আমরা তিনজনই গ্রামে বসবাস করছি। বীর প্রতীক মমিন উলস্নাহ পাটোয়ারী একাডেমি থেকে আমরা বাস্কেটবল প্রশিক্ষণে আমেরিকা যাব স্বপ্নেও কল্পনা করিনি। এখন আমেরিকায় যাচ্ছি। কারণ আমাদের কারো পরিবারই কখোনই আমেরিকা যাবার জন্য সক্ষমতা রাখে না। আমরা এ জন্য কৃতজ্ঞ বীর প্রতীক মমিন উলস্নাহ পাটোয়ারী একাডেমির কাছে। একই সঙ্গে কৃতজ্ঞ চাঁদপুর বাস্কেটবল একাডেমির কাছেও। <br /> আরেক শিক্ষার্থী ইতি আক্তার জানান, দেশবাসীর কাছে আমরা দোয়া কামনা করছি। যাতে করে ভালোভাবে প্রশিক্ষণ নিয়ে বাস্কেট বল খেলে সারা বিশ্বের কাছে বাংলাদেশকে তুলে ধরে পরিবারের সম্মান বয়ে আনতে পারি। <br /> এদিকে, চাঁদপুর জেলা পরিষদের পক্ষ থেকে চেয়ারম্যান ওসমান গনি পাটোয়ারী, প্রধান নির্বাহী কর্মকর্তা মনোয়ার হোসেন এবং তার আগে চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে চাঁদপুর জেলা প্রশাসক কামরম্নল হাসান তাদের প্রত্যেককে উপহার হিসেবে আর্থিক সহায়তা প্রদান করেন। এসময় জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। <br /> প্রসঙ্গত, মহান মুক্তিযুদ্ধে নৌকমান্ডো মমিনউলস্নাহ পাটোয়ারী বীর প্রতীক তার জন্মস্থান চাঁদপুর সদরের মৈশাদী গ্রামে একটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। যেখানে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা এবং সাংস্কৃতিক চর্চাও চালু করেছেন। যা এরইমধ্যে জেলার গন্ডি ছাড়িয়ে সারাদেশ এবং বিদেশেও সুখ্যাতি অর্জন করেছে। সোমবার দুপুরে এই নিয়ে কালের কণ্ঠকে বীর মুক্তিযোদ্ধা মমিনউলস্নাহ পাটোয়ারী বীরপ্রতীক জানান, দেশ স্বাধীনের পর অনেক ভালো কাজ করেছি। কিন্তু তার মধ্যে নিজের গড়া প্রতিষ্ঠানের শিড়্গার্থীরা উচ্চতর প্রশিড়্গণে যাচ্ছে। এটা আমার জন্য অনেক খুশির খবর বটে। এই তিনজনসহ মোট জনের জন্য দোয়া ও শুভকামনা করেন তিনি।</p>