<p>পাঁচ ম্যাচ সিরিজে ১-৩ ব্যবধানে পিছিয়ে ইংল্যান্ড। সিরিজ হারলেও টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে শেষ ম্যাচ জিতে কিছু পয়েন্ট নিজেদের পকেটে রাখতে চায় ইংলিশরা। আগামীকাল সেই ম্যাচে ভারতের মুখোমুখি হবে সফরকারীরা। তবে চেন্নাইয়ের পর ধর্মশালার উইকেট নিয়েও অভিযোগ এনেছে ইংল্যান্ড।</p> <p>ম্যাচের আগে এক সংবাদ সম্মেলনে ভারতের ঘরোয়া ক্রিকেট রঞ্জি ট্রফিতে ব্যবহার হওয়া পিচে খেলতে হবে বলে মন্তব্য করেছেন জনি বেয়ারস্টো। নিজের শততম টেস্টের উইকেট নিয়ে বলেন, 'গত মাসে রঞ্জিতে ব্যবহার হওয়া পিচে খেলতে হচ্ছে। দেখা যাক পিচ কেমন ব্যবহার করে।'</p> <p>ধর্মশালার উইকেটের সঙ্গে সেখানকার আবহাওয়াও অনুকূল নয়। গত কয়েক দিন ধরে আকাশ মেঘলা। মাঝেমধ্যে বৃষ্টি হচ্ছে। টেস্ট চলাকালীন বৃষ্টিপাত ও বরফ পড়ার আশঙ্কা রয়েছে। তবে যেভাবে মাঠ প্রস্তুত রাখা হচ্ছে, তাতে মাঠকর্মীদের প্রশংসা ঝরল বেয়ারস্টোর কণ্ঠে, 'ধর্মশালার মাঠকর্মীরা খুব ভালো কাজ করছে। এখানে পরিবেশ অন্য রকম। মাঠের আউটফিল্ড ভালো রাখতে মাঠকর্মীদের অনেক পরিশ্রম করতে হয়েছে।'</p>