<p>সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিশ্চিত হয়, টুর্নামেন্টের পর ভারতের প্রধান কোচের দায়িত্বে আর থাকবেন না রাহুল দ্রাবিড়। এজন্য নতুন কোচের সন্ধানে নামে বিসিসিআই। এই দৌড়ে বেশ শক্ত অবস্থানে ছিলেন দেশটির বিশ্বকাপজয়ী সাবেক ওপেনার গৌতম গম্ভীর। অনেক আলোচনার পর তাকেই প্রধান কোচের চেয়ারে বসিয়েছে ভারত।</p> <p>বিসিসিআই সচিব জয় শাহ সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ শেয়ার করা একটি পোস্টে গম্ভীরকে নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগের সিদ্ধান্তের কথা জানান।</p> <p>নতুন প্রধান কোচ আগামী জুলাই মাসে কাজ শুরু করবেন। জানা গেছে, সাড়ে তিন বছরের জন্য দায়িত্ব নিচ্ছেন গম্ভীর। ২০২৭ সালের ডিসেম্বরে মেয়াদ পূর্ণ করবেন তিনি। কাজ করবেন তিন সংস্করণেই।</p> <p>গম্ভীর মেন্টর হিসেব কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করেছেন। এর আগে আইপিএলের আরেক দল দখনউ সুপার জায়ান্টসের মেন্টর ছিলেন তিনি। এর বাইরে গম্ভীরের ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে কোচের ভূমিকায় কাজ করার কোনো অভিজ্ঞতা নেই। </p>