<p>টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির নতুন রেকর্ড গড়েছেন নামিবিয়ার ব্যাটার হন নিকল লফটি-ইটন। কীর্তিপুরের ত্রিভুবন ইউনিভার্সিটি আন্তর্জাতিক ক্রিকেট মাঠে স্বাগতিক নেপালের বিপক্ষে এই রেকর্ড গড়েছেন ২২ বছর বয়সী তরুণ ব্যাটার।</p> <p>লফটি-ইটন তিন অঙ্ক ছুঁয়েছেন ৩৩ বলে। সব মিলিয়ে ৩৬ বলে ১১ চার ও ৮ ছক্কায় ১০১ রান করেছেন তিনি। লফটি-ইটন যখন ক্রিজে নামেন তখন ১০.৪ ওভারে নামিবিয়ার রান ৩ উইকেটে ৬২। এখান থেকে তাঁর টর্নেডো ব্যাটিংয়ে খেই হারান নেপালের বোলাররা।</p> <p>১৮ বলে ফিফটি ছোঁয়ার পর লফটি-ইটন সেঞ্চুরি পূর্ণ করেন ৩৩ বলে। আন্তর্জাতিক ক্যারিয়ারে এটিই তাঁর প্রথম সেঞ্চুরি। তাঁর বিধ্বংসী ব্যাটিংয়ের সৌজন্যে ৪ উইকেটে ২০৬ রানের সংগ্রহ দাঁড় করায় নামিবিয়া। লক্ষ্য তাড়ায় নেপাল ১৮৬ রানে অল আউট হয়েছে। ত্রিদেশীয় টি-টোয়েন্টির সিরিজের ম্যাচটি নামিবিয়া জিতেছে ২০ রানে।</p> <p>আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির আগের রেকর্ডটি ছিল নেপালের কুশল মাল্লার। মঙ্গোলিয়ার বিপক্ষে ৩৪ বলে সেঞ্চুরি করেছিলেন কুশল। গত বছর হাংঝুতে এশিয়ান গেমসে এই রেকর্ড গড়েছিলেন তিনি। কিন্তু সেটি ছয় মাসও টিকল না।</p>